Congress: দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী?

দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী?

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বড় জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। এবার কে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা চলছে। কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে একটি বৈঠকের ডাক দিয়েছেন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে চলেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার সিদ্দারামাইয়া এবং কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।

আরও পড়ুন: প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ২০০০ টাকা, ভোটের প্রথম প্রতিশ্রুতি পালন কংগ্রেসের।

এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। দলের অনেকেই সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রেখেছেন। তবে শিবকুমার পিছিয়ে নেই তিনিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার আশায় হাইকম্যান্ডকে বার্তা দিয়েছেন। গত সোমবার শারীরিক অসুস্থতার জন্য দিল্লি সফর বাতিল করেন। তবে পরেরদিনই রাজধানী পৌঁছে গিয়েছেন। গতকাল খাড়গে তাঁর পাঠানো তিন পর্যবেক্ষক এবং রাজ্যের এআইসিসি ইনচার্জ রণদীপ সুরজেওয়ালার সঙ্গে দেখা করে একটি বৈঠক করেছিলেন।

দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, আজই হবে সিদ্ধান্ত
দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, আজই হবে সিদ্ধান্ত

সূত্রে খবর, কংগ্রেসের নবাগত বিধায়কদের অনেকেই সিদ্দারামাইয়াকে তাঁদের পছন্দের বলে উল্লেখ করেছেন। ১৩৫ জনের মধ্য ৯০ জন সিদ্দারামাইয়ার দিকে নিজেদের সমর্থন জানান। তবে শিবকুমার গোষ্ঠী তেমন কোনও মতামত প্রকাশ না করে হাইকমান্ডের হাতে ছেড়ে দিয়েছে। কংগ্রেস নেতা সুরজেওয়ালা জানিয়েছেন, আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের মধ্যে দল সিদ্ধান্ত ঘোষণা করবে।

দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, আজই হবে সিদ্ধান্ত

গত ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেস, বিজেপি এবং জেডি (এস)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ১৩ তারিখ দক্ষিণের এই রাজ্যে ভোটের ফলপ্রকাশ করা হয়। বিজেপিকে হারিয়ে বিপুল সংখ্যক আসন দখল রেখে জয়লাভ করে কংগ্রেস। এখন অপেক্ষা পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার।

দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, আজই হবে সিদ্ধান্ত

দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, আজই হবে সিদ্ধান্ত
দিল্লি পৌঁছালেন শিবকুমার-সিদ্দারামাইয়া, আজই হবে সিদ্ধান্ত