নজরবান্দি ব্যুরো: কর্নাটকের নির্বাচনের জয়ের পরেই দেশব্যাপী কংগ্রেস কর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা দেখা দিয়েছে। এর বাইরে নয় পশ্চিমবঙ্গ কংগ্রেসও।সামনে পঞ্চায়েত নির্বাচন। এবং তারপরেই বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সবমিলিয়ে তাদের নিজেদের দল এবং সংগঠনকে সক্রিয় করতে উঠে পড়ে ময়দানে নেমেছে কংগ্রেস।
আরও পড়ুন: চাকরি ফেরতের দাবিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ববিতা
পশ্চিমবঙ্গ কংগ্রেস সেই রকমই এক পদক্ষেপ নিল। দীর্ঘদিন ধরেই বড় কোনো জনসভা করতে পারেনি বঙ্গ কংগ্রেস। কিন্তু সামনে দু বছরে দুটো নির্বাচনের কারণে এবার বড় সমাবেশের ডাক দিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার কলকাতার বুকে শহিদ মিনার চত্বরে বিশাল জনসভা হবে বলে জানালেন অধীর বাবু।
তিনিই নেতৃত্ব দেবেন শহিদ মিনারের জনসভার। আগামী ১৫ জুন শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, ‘একমাস ধরে প্রচার চালানো হবে। কংগ্রেস যে বিজেপির মতো সম্প্রদায়িক শক্তিকে পতন করতে পারে কর্ণাটকের নির্বাচন তার জ্বলন্ত উদাহরণ।
শহিদ মিনারে বিশাল জনসভার ডাক দিল কংগ্রেস, ঘোষণ করলেন অধীর চৌধুরী
নতুন ইতিহাস তৈরি করেছে। সেই ইতিহাস বাংলায় করতে চাই।’ এই জনসভা নিয়ে অধীর চৌধুরী বলেন, ‘বিজেপির মতো সম্প্রদায়িক দলের বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই জয়লাভ করতে পারে। পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচন সেই লড়াই করতে চাই। আগামীদিনে এই পশ্চিমবঙ্গেও তৃণমূলকে পরাজিত করতে কংগ্রেস বিকল্প শক্তি হয়ে উঠতে চলেছে। ১৫ জুন সারা বাংলার মানুষ আসবে। অশুভ শক্তির পতন হবে।’
