ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!

ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!
Confusion over the distribution of derby tickets

নজরবন্দি ব্যুরোঃ হাতে আর মাত্র কয়েক ঘন্টা। ২৫ ফেব্রুয়ারি মর্যাদার বড় ম্যাচ। এমনিতে এবারের আইএসএল-এর ডার্বি নিয়ে তেমন উত্তাপ নেই। তবুও ডার্বি যুদ্ধের টিকিট বন্টন নিয়ে অশান্তি চলছেই। সঠিক ভাবে বন্টন না হওয়ার আগেই বিনিয়োগকারী ইমামিকে টিকিট ফেরত দিয়েছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা।

আরও পড়ুনঃ ক্যাপ্টেনই মোটা, এটা লজ্জার! রোহিতের ফিটনেস নিয়ে এবার সরব কপিল

ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!
ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!

এবার সেই পথে হাঁটল চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান ও বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ । আইএসএল-এর ফিরতি লিগের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। তবে টিকিট বন্টন সঠিক না হওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যেই ইমামির সঙ্গে ঝামেলায় জড়িয়েছে লাল-হলুদ ক্লাব।

ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!

এবার সবুজ-মেরুনের সচিব দেবাশিস দত্ত জানান, পর্যাপ্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট না পাওয়ায় সমস্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট ফেরত দিচ্ছে ক্লাব। ক্লাবের সদস্যদের সাধারণ টিকিট দেওয়া হবে। শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদস্যদের জন্য টিকিট বিতরণ করা হবে ক্লাব থেকে।

ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!

ডার্বির টিকিট বন্টন নিয়ে অশান্তি, টিকিট ফেরাল ইস্ট-মোহন সহ আইএফএ-ও!

প্রত্যেক মেম্বারশিপ কার্ডের বিনিময়ে একটি করে টিকিট দেওয়া হবে। ঐ একই কারণে আইএফএ টিকিট ফেরত দিয়েছে। তাঁদের বক্তব্য আইএফএর অধীনে ৩০০টির বেশি ক্লাব রয়েছে। মাত্র ৫০০ টিকিট দেওয়ায় গভর্নিং বডির সদস্যদের এবং ক্লাবগুলোকে পর্যাপ্ত টিকিট দেওয়া সম্ভব নয়। তাই ইস্টবেঙ্গলকে টিকিট ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।