এবার সৃজিতের হিন্দি ছবিতে সুরকার এ আর রহমান।

নজরবন্দি ব্যুরোঃ এবার সৃজিতের হিন্দি ছবিতে সুরকার এ আর রহমান। জন্মদিনে রহমানকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক তাঁর ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সৃজিতের সিনেমার হিন্দি অ্যাডাপশনে এবার রহমান যোগের বড় সুখবরও শোনালেন।
আরও পড়ুনঃ আগামী ৩০শে বঙ্গে CAA নিয়ে ঘোষণা, ঠাকুরনগরে সভা শাহ-র
জাতীয় পুরস্কারজয়ী ‘জাতিস্মর’ ছবির হিন্দি রিমেকের কথা ঘোষণা করে পরিচালক জানিয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গির বদলে হিন্দি ছবিটির প্রধান চরিত্র মির্জা গালিব। আর সেই ছবির জন্য গান লিখছেন গুলজার ।
আর তাতে সুর দিচ্ছেন এ আর রহমান । ছবির নাম ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’ ।বুধবার একটি স্ক্রিনশট শেয়ার করে টুইটারে সৃজিত লেখেন, ‘মাস কয়েক আগের এই জুম কল আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল।
এবার সৃজিতের হিন্দি ছবিতে সুরকার এ আর রহমান। যেখানে আমি জাতিস্মরের হিন্দি অ্যাডাপ্টেশনের প্রস্তাব দিয়েছিলাম মায়েস্ত্রো এ আর রহমানকে, হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির বদলে কেন্দ্রীয় চরিত্র মির্জা গালিব।’