বাঙালি তারকা দেবকে দিয়ে Sprite এর বিজ্ঞাপন, বাংলা পক্ষর দাবি মানল কোকাকোলা

বাঙালি তারকা দেবকে দিয়ে Sprite এর বিজ্ঞাপন, বাংলা পক্ষর দাবি মানল কোকাকোলা
Sprite advertisement with Bengali Superstar Dev, Coca-Cola accepted the demand of the Bengla Pakkha

নজরবন্দি ব্যুরোঃ বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেবকে রেখে নতুন বিজ্ঞাপন প্রকাশ করল বহুজাতিক ঠান্ডা পানীয় কোম্পানি কোকাকোলার অন্যতম প্রধান ব্র‍্যান্ড স্প্রাইট। ‘Sprite’ এর বিজ্ঞাপন নিয়ে কিছুদিন আগেই প্রবল বিতর্ক শুরু হয়েছিল। বিজ্ঞাপনে বলা হয়েছিল- “সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি না খেয়ে ঘুমিয়ে পড়ে।” এই বিজ্ঞাপনে সমগ্র বাঙালি জাতির অপমানের বিষয়ে সামনে এনে আন্দোলনে নামে ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন -বাংলা পক্ষ।

আরও পড়ুনঃ ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

বাংলা পক্ষ-র এই প্রতিবাদের সাথে সামিল হয় আপামর বাঙালি। বাংলা পক্ষর তরফে এই বিজ্ঞাপন প্রত্যাহার না করা হলে বাংলা জুড়ে স্প্রাইট বয়কটের ডাক দেওয়া হয়। প্রতিবাদের পরেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে অপমানজনক বিজ্ঞাপন তুলে নেয় কোকাকোলা । বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক (ডঃ) গর্গ চট্টোপাধ্যায়কে টুইট এবং ইমেল মারফৎ বিজ্ঞাপন তুলে নেওয়ার কথা জানায় কোকাকোলা কতৃপক্ষ। বাংলা পক্ষর সাধারণ সম্পাদককে কোকাকোলা কারখানায় এবং দপ্তরে আমন্ত্রণও জানানো হয়।

বাঙালি তারকা দেবকে দিয়ে Sprite এর বিজ্ঞাপন, বাংলা পক্ষর দাবি মানল কোকাকোলা
বাঙালি তারকা দেবকে দিয়ে Sprite এর বিজ্ঞাপন, বাংলা পক্ষর দাবি মানল কোকাকোলা

বাংলা পক্ষর দাবি ছিল বিজ্ঞাপনে কোন রকম ভাবে বাঙালিদের অপমান করা বা হালকা ভাবে নেওয়ার প্রবণতা বর্জন করতে হবে এবং কোন বাঙালি অভিনেতাকে দিয়েই বিজ্ঞাপন করাতে হবে। সেই দাবিকে মান্যতা দিয়ে বাংলা চলচ্চিত্রের নায়ক দেব অধিকারীকে দিয়ে বিজ্ঞাপন করায় কোকাকোলা কর্তৃপক্ষ। বিজ্ঞাপনের শ্যুটিংয়ে আমন্ত্রণ জানানো হয় বাংলা পক্ষর সাধারণ সম্পাদক সহ প্রতিনিধি দলকে। সেই শুটিং- এ উপস্তিত ছিল বাংলা পক্ষর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বাঙালি তারকা দেবকে দিয়ে Sprite এর বিজ্ঞাপন, বাংলা পক্ষর দাবি মানল কোকাকোলা

আজ ২৩ মে নতুন বিজ্ঞাপনের প্রচার শুরু হয়েছে। বাংলা পক্ষ-র তরফে নতুন বিজ্ঞাপনকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনের তরফে মনে করা হচ্ছে বহুজাতিক কোম্পানি কোকাকোলার এই উদাহরণকে মাথায় রেখে বাকি কোম্পানীও ভবিষ্যতে তাদের বিজ্ঞাপনের পরিকল্পনা তৈরি করবে। নতুন বিজ্ঞাপন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে।

বাঙালি তারকা দেবকে দিয়ে Sprite এর বিজ্ঞাপন, বাংলা পক্ষর দাবি মানল কোকাকোলা

এটা শুধুমাত্র একটা ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন না। এই বিজ্ঞাপন বাঙালির মেরুদণ্ডের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন বাঙালির প্রতিরোধের বিজ্ঞাপন। এটা বাংলা পক্ষর জয়ের বিজ্ঞাপন। দেব দার একটা সাধারণ বিজ্ঞাপন না এটা, এটা বাঙালি অভিনেতা হিসাবে করা একটা “বিশেষ” বিজ্ঞাপন