নজরবন্দি ব্যুরো: বিদেশের বাজারে বাংলার গোবিন্দভোগ চালের রয়েছে প্রচুর চাহিদা। তাছাড়া পুজো-পার্বনের এই চাল ব্যবহার হয়। তাই এই চালের উপর থেকে রফতানি শুল্ক প্রত্যাহারের আর্জি জানিয়েছে মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে গোবিন্দভোগ চালের উপর ২০ শতাংশ হারে রফতানি শুল্ক নেয় কেন্দ্র।
আরও পড়ুন: বাংলা পক্ষর বিরাট জয়, বিদ্যুৎ দপ্তরের WBSETCL এর চাকরিতে ডোমিসাইল চালু
শুল্ক চাপানোর ফলে বিদেশে এই চাল রফতানিতে মার খাচ্ছে রাজ্য, যার ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়ছেন বাংলার কৃষকরা। তাই কৃষকদের স্বার্থ রক্ষার্থেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে শুল্ক মকুবের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, বাংলার হাতেগোনা কয়েকটি জেলায় এই চাল উৎপাদন হয়ে থাকে। কৃষকেরা চালের জন্য যে সহায়ক মূল্য পান তা গোবিন্দভোগের ক্ষেত্রে অনেকটাই বেশি।

সে কারণে, কৃষকের আয় বৃদ্ধিতে ২০১১ সাল থেকে গোবিন্দভোগ চাষে উৎসাহ দেওয়া হচ্ছিল। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার বাহরাইন এবং কুয়েতে মতো দেশগুলিতে গোবিন্দভোগ চালের যথেষ্ট চাহিদা রয়েছে। কিন্তু কেন্দ্র ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় রপ্তানি বাজারের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে চিঠিতে জানিয়েছেন মমতা।
গোবিন্দভোগ চালের ওপর শুল্ক মুকুবের আবেদন মমতার, চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীকে
একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, বাঁশমতি চালের ক্ষেত্রে যদি শুল্ক মকুব করা হয়, তাহলে গোবিন্দ ভোগ চালের ক্ষেত্রে তা করা হবে না কেন? তাই প্রধানমন্ত্রীর কাছে তিনি আরজি জানিয়েছেন, এই শুল্ক যেন মুকুব করা হয়। কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি বলেই জানা যাচ্ছে।