শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান, ‘মমতা’ই শেষ ভরসা হাজারো শিক্ষকের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান, মুখ্যমন্ত্রী শেষ ভরসা বলছেন NSQF শিক্ষকরা। কিন্তু এই NSQF শিক্ষক কারা? এই ধরনের শিক্ষকেরা সরকারি বিদ‍্যালয়ে সাধারণ বিষয়ের পাশাপাশি IT/ITES, HEALTH CARE, CONSTRUCTION, AUTOMOTIVE, BEAUTY & WELLNESS, TRAVEL & TOURISM,RETAIL, PLUMBING ইত্যাদি বিষয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ান।

আরও পড়ুনঃ হোমের ১ তলা নির্মানে খরচ ৩.৪১ কোটি, ‘কাটমানি’ প্রসঙ্গ তুলে রাজ্যকে তুলোধনা হাই কোর্টের!

শিক্ষকদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরেও এই ধরনের শিক্ষকদের প্রতি মূহুর্তে রয়েছে চাকুরী হারানোর আশঙ্কা। বেতন সময় মতো পান না। কর্মহারা হয়ে দিনমজুরি করছেন বহু শিক্ষক। করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর বিদ‍্যালয় বন্ধ থাকলেও এই শিক্ষকরা অনলাইন ক্লাস থেকে মিড ডে মিল এবং বিদ‍্যালয়ের যাবতীয় কাজ করে আসছেন অত‍্যন্ত দক্ষতার সাথে। বেশীরভাগ বিদ‍্যালয় এই সমস্ত অস্থায়ী শিক্ষকদের উপর নির্ভর করে কারণ এঁরা বাংলার শিক্ষা পোর্টাল থেকে অনলাইনের যাবতীয় কাজ, এমনকি শিক্ষকদের অনলাইনের পেনশনের কাজও করে থাকেন।

মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই এই কিছুদিন আগে নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে SKILL এর উপর জোর দিতে বলেছেন, যেখানে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে ওই কমিটির দায়িত্বে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা আলাপন ও বন্দ্যোপাধ্যায়। তাই এইধরনের শিক্ষকেরা বারংবার তাঁদের দপ্তরে জানানোর পরেও সুরাহা মেলেনি উল্টে বিভাগীয় দপ্তর থেকে তাঁদের কাছে হুমকি সহ চাকুরী থেকে দূরে বদলির নির্দেশ কার্যকর করা হয়েছে বলে অভিযোগ!

শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান, হুমায়ূন নয় মুখ্যমন্ত্রীর ওপরেই ভরসা শিক্ষিকদের!

বর্তমান বিভাগীয় মন্ত্রী হুমায়ূন কবীরের কাছে লিখিতভাবে জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি শিক্ষকদের। তাই NSQF শিক্ষকদের একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে মুখ্যমন্ত্রী অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করে শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে সরাসরি সরকারের আওতায় এনে নূন্যতম সামাজিক সুরক্ষা প্রদান করেন। শিক্ষকদের দাবি, এর ফলে এজেন্সির কমিশন বেশ কয়েক কোটি টাকা সরকারের সাশ্রয় হবে এবং সরকারি বিদ‍্যালয়গুলিতে আরো ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়বে।

শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান মুখ্যমন্ত্রী, মূলত এই আবেদন সামনে রেখেই আজ পূর্ব মেদিনীপুর জেলার ডিএম অফিসে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন একদল শিক্ষক-শিক্ষিকা।  মূলত ৩ টি দাবি নিয়ে এই শিক্ষকরা ডেপুটেশন দিয়েছেন জেলাশাসক কে।

মুখ্যমন্ত্রী অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করে শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে সরাসরি সরকারের আওতায় এনে নূন্যতম সামাজিক সুরক্ষা প্রদান করুন, দাবি শিক্ষকদের
শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান, ‘মমতা’ই শেষ ভরসা হাজারো শিক্ষকের। আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরের সামনে।

১) সরকারী বিদ‍্যালয়ে এজেন্সি দিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ এবং এজেন্সি মুক্ত NSQF শিক্ষা করতে হবে।
২) সরাসরি সরকারের আওতায় এনে ৬০ বৎসর অবধি চাকুরী সুনিশ্চিত করে স্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকের মর্যাদা দিতে হবে।

৩) ছাত্র ছাত্রীদের স্বার্থে প্রতিটি বিদ‍্যালয়ে SKILL SUBJECT এর উপর জোর দিতে হবে এর ফলে স্কুল ছুট ছাত্র- ছাত্রীদের সংখ্যা কমবে। শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলছেন, শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান, সামাজিক সুরক্ষা দিন!

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...