ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Chief Minister is going to visit North Bengal in December

নজরবন্দি ব্যুরো: সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদফায় উত্তরবঙ্গে দুটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গেও দেখা করতে পারেন মমতা। রয়েছে একগুচ্ছ কর্মসূচিও।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিদ্যুৎ চক্রবর্তী, কী আশঙ্কা করছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য?

ধূপগুড়ি উপনির্বাচনের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। নবান্ন সূত্রের খবর, দিনক্ষণ স্থির না হলেও ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। মোটামুটিভাবে জানা গিয়েছে ডিসেম্বরের ৫ তারিখের পর যে কোনওদিন পাহাড়ে যেতে পারেন মমতা।

Mamata Banerjee: ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এ দফায় উত্তরবঙ্গে দুটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গেও দেখা করতে পারেন মমতা। রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি। মমতার উত্তরবঙ্গ সফর তাঁর নিজের স্বাস্থ্যের পরিস্থিতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ।

ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

স্পেন সফর থেকে ফেরার পর পায়ের সমস্যায় দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। সদ্যই তিনি নবান্নে যাতায়াত শুরু করেছেন। অসুস্থতার পর এটাই তাঁর প্রথম জেলা সফর হতে চলেছে।

Mamata Banerjee: ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী