নজরবন্দি ব্যুরোঃ ২০২২-এর অস্কার মঞ্চ, বিজেতার তালিকা নয়, মুহূর্তে ভাইরাল হয়ে উঠল মঞ্চে ঘটে যাওয়া ঘটনা। ক্রিসকে চড় মারার পরই অস্কারের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল অভিনেতা উইল স্মিথকে। কিন্তু তিনি যেতে চাননি। অস্কারের চড়-কাণ্ডে উইল স্মিথকে গ্রেফতার করা থেকে বাধা দিলেন ক্রিস রকই। কিন্তু প্রায় এক সপ্তাহ পরে উইল নিজেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করলেন। উইলের কথায়, ‘অস্কারের মঞ্চে যা ঘটেছে, তা স্তম্ভিত করার মতো, যন্ত্রণাদায়ক এবং ক্ষমার অযোগ্য।’
আরও পড়ুনঃ ফের করোনার নতুন ভ্যারিয়েন্ট XE, সতর্ক করল WHO
সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক তখন নিজের মনের মাধুরী মিশিয়ে সকলকে হাসাতে উদ্যত। একের পর এক মজার তোপের মাঝে করে বসলেন বেফাঁস মন্তব্য। অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের শারীরিক অসুস্থতাকে অস্ত্র করেই মজার জোকস ক্র্যাক করে ফেললেন। আর তাতেই মেজাজ হারিয়ে বসেন অভিনেতা উইল স্মিথ।
না, প্রতিবাদ বেকবল বচসাতেই ইতি থাকে না। যার জল গড়ায় সৌজা মঞ্চের ওপর, সকলের সামনে মঞ্চে উঠে সপাটে ক্রিস রকের গালে একটা চড় বসাতে দুবার ভাবেননি সেদিন উইল স্মিথ। আর তার পর থেকেই সর্বত্র ছড়িয়ে পড়ে খবর। ঠিক-ভুলের শুরু হয় চুল চেরা বিচার। নেটিজেনরাও ভাগ হয়ে যান দুই ভাগে।

তবে প্রশ্ন ছিল সকলের মনে একটাই, এতে অস্কার উদ্যোগতাদের প্রতিক্রিয়া কী! কী স্টেপ নিতে চলেছেন তাঁরা! এরপরই একের পর এক খবর সামনে উঠে আসতে থাকে। পরিস্থিতি সামাল দিয়ে যেভাবে গালে চড় হজম করেছিলেন সেদিন কমেডিয়ান, তাতে এটুকু স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের সামনে, তিনি নিজের ভুল নিয়ে লজ্জিত। কিন্তু প্রকাশ্যে এই নিয়ে তিনি মুখ না খুললেও মাথা ঠাণ্ডা হতেই ইউল স্মিথ ক্ষমা চেয়ে নিয়েছিলেন তাঁর কাছে।
সদ্য এমনই খবর সামনে আনলেন প্রযোজক উইল প্যাকার। তিনি জানান, ‘সেদিন ঘটনার পরই সেখানে উপস্থিত এলএপিডি প্রস্তুত হয়ে গিয়েছিল উইল স্মিথকে গ্রেফতার করতে, কিন্তু সেই সময় অন্তরায় হয়ে দাঁড়ান ক্রিস রক, কেবল তাই নয়, অস্কার থেকে উইল স্মিথকে বাদ দেওয়া প্রসঙ্গেও তিনি নিজের মতামত পোষণ করেন।’ তাঁর কথায়, ‘তিনি মোটেও চাননি অভিনেতার সঙ্গে এমনটা ঘটুক।’ তবে পরবর্তীতে এই জল কতদূর গড়াবে তা স্পষ্ট না হলেও, বর্তমানে যে দস্তুর মত উইল স্মিথের পাশে দাঁড়িয়েছেন ক্রিস রক তা স্পষ্ট।

প্রযোজক প্যাকার এক সাক্ষাৎকারে জানান, ‘ক্রিস রক চাননি এই বাজে পরিস্থিতিটি চরম পর্যায় পৌঁছে যাক, তিনি সেদিন মোটেও রেগে ছিলেন না। তিনি এও স্পষ্ট করে দেন, উইল স্মিথের ভলেন্টরি বিতারিত হওয়ার সিদ্ধান্তে তিনি কোনওভাবেই জড়িত ছিলেন না। প্রযোজক আরও জানান, এলএপিডি থেকে যখন এই প্রসঙ্গে কথা বলা হচ্ছিল বারে বারে বাধা সৃষ্টি করছিলেন ক্রিস, শেষে তাঁকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি কি চান গ্রেফতার করা হক স্মিথকে! তিনি উত্তরে সাফ জানিয়ে দিয়েছিলেন না।’
অস্কারের চড়-কাণ্ডে উইল স্মিথকে গ্রেফতার করা থেকে বাধা দিলেন ক্রিস রকই

অ্যাকাডেমি জানিয়েছিল, আগামী ১৮ এপ্রিল বোর্ডের বৈঠক বসবে। সেখানে স্মিথের আচরণ নিয়ে আলোচনা হবে। তাঁকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কার করা হতে পারে। এমনকি হলিউডের অভিনেতা হিসেবে তাঁর প্রাপ্য বিশেষ সুযোগ-সুবিধাতেও লাগাম টানা হতে পারে। তার পরেই জানা গেল, স্মিথ নিজেই সরে গিয়েছেন অ্যাকাডেমি থেকে।