নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের নেতাদের সঙ্গে তুমুল তর্কাতর্কি, বাক্-বিতণ্ডা। এর পরই বিধানসভা ছেড়ে বেরিয়ে এসে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। জানিয়ে দিলেন, ”এর পর যেদিন মুখ্যমন্ত্রী হব, সেদিনই ঢুকব এই বিধানসভায়।”
আরও পড়ুনঃ ‘তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব’, এই তৃণমূল আর নয়ের পাল্টা দিলেন বাবুল
চন্দ্রবাবুর দাবি, বারবার তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছে শাসক দল। এমনকি তাঁর স্ত্রীর বিরুদ্ধেও আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। ভরা বিধানসভায় তাঁর স্ত্রী ভুবনেশ্বরীকেও নিশানা করা হয়েছে বার বার। চন্দ্রবাবুর কথায়, গত দু’বছরে বারবার তাঁকে আক্রমণ করা হচ্ছে, অপমানও করা হচ্ছে।

কিন্তু তিনি চুপ করে থেকেছেন দিনের পর দিন। তাঁর স্ত্রী কোনও দিন রাজনীতিতে আসেননি। তাঁকেও নিশানা করা হয়েছে বলে আক্ষেপ করেন তিনি। চন্দ্রবাবু বলেন, আমি বরাবর গর্বের সঙ্গে বেঁচেছি। আর এ সব সহ্য করতে পারছি না।
প্রসঙ্গত, চিত্তোর জেলার পুরভোটে ধরাশায়ী হয়েছে চন্দ্রবাবুর দল টিডিপি। কুপ্পাম পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতেই জিতেছে ওয়াইএসআর কংগ্রেস।
স্ত্রীর বিরুদ্ধে আক্রমণ, বিধানসভা ছেড়ে সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন চন্দ্রবাবু
চন্দ্রবাবুকে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জগন বলেন, ”চন্দ্রবাবুই আমার পরিবার সম্পর্কে মন্তব্য করেছেন। আমাদের তরফে ওঁর পরিবার নিয়ে একটাও কথা বলা হয়নি। বিধানসভার রেকর্ড দেখলেই তা বোঝা যাবে।”