মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা, পাল্টে গেলো ফাইনালের নিয়ম
Chance of rain in Melbourne, rules of the final changed

নজরবন্দি ব্যুরোঃ রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। পরের দিন রিজার্ভ ডে রয়েছে। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাই ফাইনালের নিয়মে বেশ কয়েকটা বদল আনল আইসিসি। শনিবার এই পরিবর্তনের বিস্তারিত ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আরও পড়ুনঃ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি, ভারত থেকে কারা সুযোগ পেল ?

রবিবার এমসিজিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং পাকিস্তান। রিজার্ভ ডে থাকলেও সেদিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই কয়েকটা নতুন নিয়ম আনা হল। আইসিসির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত তার থেকে বেশি সময় থাকবে ফাইনালে।

মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা, পাল্টে গেলো ফাইনালের নিয়ম
মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা, পাল্টে গেলো ফাইনালের নিয়ম

আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত। সোমবার অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার। রবিবার মেলবোর্নে ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু ফাইনাল।

মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা, পাল্টে গেলো ফাইনালের নিয়ম

তার ৩০ মিনিট আগে অর্থাৎ, দুপুর ১টায় টস করবেন দুই অধিনায়ক বাটলার এবং বাবর। কিন্তু যদি বৃষ্টি হয় তা হলে টস পিছিয়ে যাবে। কিন্তু সোমবার, অর্থাৎ রিজার্ভ ডে-র দিন চার ঘণ্টা অপেক্ষা করা হবে।

T20 world Cup22: মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা, পাল্টে গেলো ফাইনালের নিয়ম

মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা, পাল্টে গেলো ফাইনালের নিয়ম

ম্যাচ শেষে দুই দলের স্কোর সমান হলে সুপার ওভারে ফয়সালা হবে। কিন্তু আবহাওয়ার জন্য সেটাও সম্ভব না হলে, পাকিস্তান এবং ইংল্যান্ডকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।