নজরবন্দি ব্যুরোঃ শুষ্কতম জুলাই হলেও অগাস্ট শুরু দিক থেকেই দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকতে দেখা যাচ্ছে। বিক্ষিপ্ত হলেও বৃষ্টির দাপট অনেক বেশি। তবে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে সেবিষয় আশার আলো দেখাতে পারছেনা আলিপুর আবহওয়া দফতর। তবে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ এবার কমতে পারে বলা জানিছে আবহওয়া দফতর।
আরও পড়ুনঃসিজিও কমপ্লেক্সে মুখোমুখি পার্থ-অর্পিতা, ঘন্টাখানেকের বেশী সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ
আলিপুর আবহওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, “আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী বৃষ্টি যা হয়েছে, তা অনেকটাই কমে যাবে । আগামী ২৪ঘণ্টায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে । তারপর আর কোনও সম্ভাবনা নেই । শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন ঝড় বৃষ্টি চলবে । কলকাতার আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । তবে আর্দ্রতাজনিত গরম থাকায় অস্বস্তি থাকবে ।”

দক্ষিণবঙ্গে ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হতে পারে মাঝারি বৃষ্টি।তবে,দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে রেকর্ড বৃষ্টির সম্ভাবনা, চলবে টানা ৫দিন

তবে, কলকাতায় আজ দিনভর আকাশ মেঘলাই থাকব। তবে হতে পারে কয়েক পশলা বৃষ্টিও । বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।তবে এখন লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।