নজরবন্দি ব্যুরোঃ বিশেষ অধিবেশন চলাকালীনই একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এল। আগামী কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপকদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়াতে পারে বিজেপি সরকার। বাড়তে পারে আরও ৪ শতাংশ। আর তা কার্যকর হবে গত ১লা জুলাই থেকে, অর্থাৎ চার মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা শুরুতেই পাওয়া যাবে। বিষয়টি এখনও ঘোষণা না হলেও পুজোর আগে তা ঘোষণা হয়ে যাবে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ সমবায় দুর্নীতির তদন্তভার এজেন্সির হাতেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল ডিভিশন বেঞ্চে
এই বার মহার্ঘ ভাতা বাড়লে কিন্তু বলাই যেতে পারে এক লাফে কেন্দ্রীয় সরকার চাকুরীজীবী ও পেনশনপ্রাপকদের প্রাপ্ত অর্থের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। আর ধারাবাহিকভাবে কিন্তু ভাতা বাড়িয়ে চলছে কেন্দ্র। প্রথমে, ২০২২ সালের ১লা এপ্রিল মাসে ৩ শতাংশ, তারপর ১লা জুলাই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছিল। চলতি বছর জানুয়ারি মাসেও ৪ শতাংশ ডিএ বাড়ে। এবার আবার ৪ শতাংশ বাড়বে।

ধরা যাক, এক জন কেন্দ্র সরকারি কর্মচারী বা পেনশনপ্রাপক যদি মাসে ৩০,৫০০ টাকা পান তাহলে তার ডিএ এখন ১২,৮১০টাকা। বাড়লে তা আরও ১,৫০০ টাকার কাছাকাছি বাড়বে। অর্থাৎ ১৪,৩১০ টাকার আশেপাশে।
DA বাড়াতে চলেছে কেন্দ্র সরকার, লোকসভার আগেই সব সিদ্ধান্ত মোদীর
লোকসভা ভোটকে মাথায় রেখে একের পর এক চমক দিচ্ছে মোদী সরকার। দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংখ্যাটা খুব কম নয়। তাঁরাও একটা বড় অংশের ভোটার। সেই কারণে দ্রুত হারে ডিএ বাড়াচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। যদিও বিরোধীদের এই ধরনের মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র। কারণ, মহার্ঘ ভাতা নির্ভর করে বাজারদরের ওপর। সেক্ষেত্রে বাজারদর ৪ শতাংশ বাড়ায় মহার্ঘ ভাতাও ৪ শতাংশ বাড়ানো হবে।
