জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল

জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল
Central delegation to Bengal again in June

নজরবন্দি ব্যুরো: বাংলায় বারবার কেন্দ্রীয় প্রতিনিধিদল আসতে দেখা গিয়েছে। সেটা ১০০ দিনের কাজ, আবাস যোজনা, মিড–ডে মিল–সহ নানা প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন তাঁরা। এবার জুন মাসে আবার কেন্দ্রীয় প্রতিনিধিদল বাংলায় আসছে। তবে এবার নিরাপত্তা সংশ্লিষ্ট খরচ বা সিকিউরিটি রিলেটেড এক্সপেন্ডিচার (এসআরই) ফান্ড নিয়ে ‘অতিসক্রিয়’ কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: ফের দুর্নীতির অভিযোগ! পথশ্রী প্রকল্পে নিন্মমানের কাজ, প্রতিবাদে রুখে দাঁড়ালেন এলাকার লোকজন

এই খাতের টাকা কোথায় কেমন করে খরচ হয়েছে? সেটা জানতেই রাজ্যে আসছে মোদী সরকারের অডিট টিম। উল্লেখ্য, সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘিতে বলেছিলেন, ‘এখন তো চকলেট বোমা ফাটলেও এনআইএ তদন্ত করতে চলে আসছে’। আর বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে মমতার কটাক্ষ, ‘উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে’।

জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল

তবে এই কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে নানা মুনির নানা মত। কেও বলছেন দিল্লি লাগাতার প্রতিনিধিদল পাঠাচ্ছে মমতার সরকারকে চাপে রাখতে। আবার কেও বলছেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে তা থেকে যাতে মমতা রাজনৈতিক ফায়দা তুলতে না-পারেন, সে কারণেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে দল পাঠানো হচ্ছে।

জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল
জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল

আবার অনেকে বলছেন, রাজ্যের গেরুয়া নেতাদের উৎসাহ দিতে পাঠানো হচ্ছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে এবারের প্রতিনিধি দল কোলকাতা থেকে যাবেন জঙ্গল মহলে বলে খবর।

জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল

জুনে ফের বঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল! এবার তাঁদের যাত্রা জঙ্গল মহল

কারণ মাওবাদী অধ্যুষিত এলাকার নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বাড়তি অর্থ বরাদ্দ করে থাকে। আর সেই টাকা সঠিক ভাবে খরচ হচ্ছে কিনা তা দেখার জন্যই ঐ প্রিতিনিধি দল যাবেন জঙ্গল মহল।