নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় একের পর এক তৃণমূল নেতাদের তলব করছে সিবিআই। একে একে অনুব্রত ঘনিষ্ট সকল নেতাদের তলব করেছে সিবিআই। সোমবার দূর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়। সূত্রের খবর, কেন ওই বিধায়ক অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন? অনুব্রতর সঙ্গে কী কথা হয়েছিল? তা জানতে চাইল সিবিআই।
আরও পড়ুনঃ Calcutta High Court: নিয়োগে বেনিয়মের অভিযোগ, চাকরি বাতিল করল হাইকোর্ট
গত বছর নির্বাচনের ফল ঘোষণার দিন খুন হন ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকার। সেই ঘটনায় একাধিক সাক্ষীদের বয়ানের ভিত্তিতে গত ৬ মাস ধরে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গেছেন তিনি। পরে গত সপ্তাহে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেন তিনি।
সেই ঘটনার পর এই মামলায় অনুব্রত ঘনিষ্ট একাধিক নেতা এবং তৃণমূল বিধায়কদের একটানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই মামলায় এদিন দূর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দেন অভিজিৎ রায়। এদিন আধ ঘন্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বেরিয়ে যান তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নাম, ঠিকানা জিজ্ঞাসা করল। আর ২ মে আমি অনুব্রত মণ্ডলকে কোনও ফোন করেছিলাম কিনা তাই নিয়েও প্রশ্ন করেছিল। কেন ফোন করেছিলাম তাও জানতে চেয়েছিল। আসলে জেতার খবর অনুব্রতকে দেওয়ার জন্যই ফোন করেছিলাম বলে জানিয়েছি। তবে এরপর তাঁকে হাজিরা দিতে হবে কি না, সেবিষয়ে কিছুই জানায়নি সিবিআই অফিসাররা। তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
অনুব্রতর সঙ্গে কী কথা হয়েছিল, জানতেই তলব করল সিবিআই

এর আগে এই মামলায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শনিবার দুই জনেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন।