CR7: এলেন জিতলেন রেকর্ড করলেন, কিন্তু মন ভরাতে পারলেন কি CR7?
Can Ronaldo fill his mind?

নজরবন্দি ব্যুরোঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশ বা ক্লাব, যে কারও হয়েই মাঠে নামুন না কেন, ভক্তরা তাঁর দিকে তাকিয়ে থাকে গোলের জন্য। অপর দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মেসি গত ম্যাচে হেরে গিয়াছেন। এবার কি করবেন তিনি? সেই দিকেই চোখ ছিল গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এলেন, দেখলেন জয় করে নিলেন।

আরও পড়ুনঃ কাতার বিশ্বকাপে অনিশ্চিত নেইমার, ‘এখনই কিছু বলা সম্ভব নয়’ বলছেন চিকিৎসক!

ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে তিনি গোল করলেন। এই গ্রহের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপেই গোল করার নজিরও গড়ে ফেললেন তিনি। কিন্তু সত্যি কি মন ভরল দর্শকদের? কিন্তু সেই ড্রিবল করে গোলের দিকে এগিয়ে যাওয়া বা কর্নার থেকে সবার উপরে উঠে হেড করা? সেই সব কিন্তু এই ম্যাচে দেখা গেল না সেই ভাবে।

এলেন জিতলেন রেকর্ড করলেন, কিন্তু মন ভরাতে পারলেন কি CR7?

গোলের দুটি সহজ সুযোগ নষ্ট করলেন তিনি। ঘানার বিরুদ্ধে প্রথম ১০ মিনিট সে ভাবে দেখা যায়নি রোনাল্ডোকে। ১০ মিনিটের মাথায় প্রথম সুযোগ পান রোনাল্ডো। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সিআর৭। গত কালের তাঁর খেলা দেখে অনেকেই মনে করছেন মাঠের বাইরের বিতর্ক তবে কি তাঁর খেলাতে প্রভাব ফেলেছে?

এলেন জিতলেন রেকর্ড করলেন, কিন্তু মন ভরাতে পারলেন কি CR7?
এলেন জিতলেন রেকর্ড করলেন, কিন্তু মন ভরাতে পারলেন কি CR7?

কারণ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এক সাক্ষাৎকারে। কাতারে পা রেখেও বিস্ফোরক সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। কাল তাঁর গোল করার আর একটি সুযোগ এসেছিলো। সেটা তাঁর সেই বিখ্যাত হেডে। কিন্তু বল ঠিক জায়গাতে রাখতে পারেননি তিনি। এই গোল তিনি আগে বলে বলে করেছেন। তাহলে কী বয়স ঘারের উপর চেপে বসেছে সিআর 7 এর? প্রথমার্ধে হাতে গোনা কয়েক বার গোলের কাছে দেখা গেল তাঁকে। বার বার ঘানার ডিফেন্ডারদের কাছে আটকে যাচ্ছিলেন।

এলেন জিতলেন রেকর্ড করলেন, কিন্তু মন ভরাতে পারলেন কি CR7?

এলেন জিতলেন রেকর্ড করলেন, কিন্তু মন ভরাতে পারলেন কি CR7?

এমনকি পেনাল্টি সর্ট করার সময় তাঁর চোখ মুখ অন্য কথা বলছিল। যারা তাঁকে চেনেন বা তাঁর খেলা দেখেছেন তার বিলক্ষণ জানেন তাঁর চোখের ভাষা। যা গত ম্যাচে ছিল না।দলের সবার সঙ্গে কি উষ্ণ সম্পর্ক নেই রোনাল্ডোর? পর্তুগালের দ্বিতীয় গোলের পরে ছবিটা ধরা পড়ল। হোয়াও ফেলিক্স গোল দেওয়ার পরে গোটা দল যখন উল্লাস করছে তখন খানিকটা দূরে দাঁড়িয়ে রোনাল্ডো। মুচকি হাসলেন।

কিন্তু উল্লাসে গা ভাসালেন না। সব মিলিয়ে এই ম্যাচে পর্তুগাল জিতল অধিনায়ক গোল করলেন রেকর্ড করলেন সবই হল কিন্তু কোথাও একটা শূন্যতা গ্রাস করেছিলো এই মহাতারকাকে। আর সেটা বারবার ধরা পরছিল মাঠে।