সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা! অনীশ ঘোষকে জামিন দিল হাইকোর্ট

সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা, অনীশ ঘোষকে জামিন দিল হাইকোর্ট

নজরবন্দি ব্যুরো: সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলায় এবার মূল অভিযুক্ত অনীশ ঘোষকে জামিন দিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৫ কোটির টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্তকে জামিন দেয়। চলতি বছরের ২৫ মার্চ অনীশ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: শ্যুটআউট অ্যাট শীতলকুচি! দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ, আতঙ্ক এলাকায়

প্রসঙ্গত, সাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারির মামলায় নাম জড়িয়েছিল মূল অভিযুক্ত অনীশ ঘোষ। শুধু তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে হুমকি, তোলাবাজির পাশাপাশি জায়গা জবরদখলের অভিযোগ উঠেছিল। অভিযোগ, অভিযুক্ত জোর করে জায়গা দখল করে নিজের ছেলের নামে ভুয়ো সংস্থা খুলে সেখানে অফিস নির্মাণ করেছিল। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এরপরেই সেই অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানা তদন্ত করে। আর অবশেষে চলতি বছরের ২৫ মার্চ অনীশ ঘোষকে গ্রেফতার করে পুলিশ।

সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা, মূল অভিযুক্ত অনীশ ঘোষকে জামিন
সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা, মূল অভিযুক্ত অনীশ ঘোষকে জামিন

সূত্রের খবর, সাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারির মামলায় অভিযুক্তের বিরুদ্ধে কেস ডায়েরি তলব করা হয়েছিল। আর সেই গুলি এদিন আদালতে জমা পরে। এরপরেই বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করে নেয়। গ্রেফতার হওয়ার প্রায় ৬১ দিন পর জামিন পেলেন অনীশ ঘোষ।

সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা, মূল অভিযুক্ত অনীশ ঘোষকে জামিনযদিও এই মামলায় ইতিমধ্যেই আরও একটি নাম জড়িয়েছে। সেটি হল চঞ্চল নন্দী। অনীশের মুখেই উঠে এসেছিল চঞ্চল নন্দীর নাম। এরপর তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু হাজিরা এড়াতে চঞ্চল নন্দী আদালতের দ্বারস্থ হলেও সেই মামলায় পুলিশের পক্ষেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, সেচ বিভাগের সাউথ ওয়েস্ট ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন অনীশ ঘোষ। এই মামলায় অনীশের বিরুদ্ধে নন্দকুমার ব্লকের কোলসর এলাকার বাসিন্দা সুনীল মণ্ডল নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়েছিল।

সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা, মূল অভিযুক্ত অনীশ ঘোষকে জামিন

সাড়ে ৫ কোটির টেন্ডার কেলেঙ্কারির মামলা, মূল অভিযুক্ত অনীশ ঘোষকে জামিন