নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্ন ভুল মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। সেই শুনানিতে সমস্ত পক্ষের জবাব জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। সেই দিনেই শোনা হবে পর্ষদ এবং মামলাকারীদের বক্তব্য। শুক্রবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ।
আরও পড়ুনঃ Menoka Gambhir: মেনকার রক্ষাকবচের আবেদন খারিজ, নতুন সমস্যায় অভিষেক শ্যালিকা
২০১৪ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেবার প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮ সালে প্রশ্নভুলের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। এরপর মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দিতে হবে। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনি। সেই ছয় নম্বর বাড়ার পরেও অনেকের চাকরি হয়নি অভিযোগ উঠেছিল।

ফের কলকাতা হাইকোর্টের সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা গড়ায়। পরে সুপ্রিম কোর্টে মামলা গেলে হাইকোর্টের দিকে বল ঠেলে দেয় দেশের শীর্ষ আদালত। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। পর্ষদের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, ভুল প্রশ্নে সবাইকে নম্বর দেওয়া যাবে না। এক্ষেত্রে জটিলতা চায় না পর্ষদ।
প্রশ্ন ভুল মামলায় রায়দান স্থগিত, কী বলল হাইকোর্ট?

এদিন মামলারকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম বলেন, শুধুমাত্র মামলাকারীদের নয়, যারা এই ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, সকলকে নম্বর দিতে হবে। কিন্তু পর্ষদের বক্তব্য, এতজনকে নম্বর দিতে গেলে ফের সমস্যা তৈরি হবে। এবিষয়ে রায়দান স্থগিত রাখা হয়েছে। আগামী ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।