নজরবন্দি ব্যুরোঃ ফের গরমের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে বৃষ্টির দেখা মিললেও। ফের তাপমাত্রা বেশ উষ্ণ। কিন্তু গরম লাগলেও উপায় পাচ্ছে না নিম্ন মধ্যবিত্তরা। অনেকের অত বাজেটও থাকেনা AC কেনার মত। তবে এবার মধ্যবিত্তদের জন্য এলো সুখবর। এবার নিজের সাধ্যের মধ্যেই কিনতে পারবেন এসি। হাতে হাজার দশেক টাকা থাকলেই যথেষ্ট।
আরও পড়ুনঃ পান ফলের উপকারিতা কাস্টার্ডে, আপনাদের জন্য রইল সহজ রেসিপি
গরমে খুব কষ্ট পেলে কিনে নিতে পারেন পোর্টেবল এয়ার কন্ডিশনার। এগুলো কিনতে বেশি টাকা খরচ করতে হয় না। কিন্তু ঘর ও খুব তাড়াতাড়ি ও খুব ভালোভাবে ঠাণ্ডা হয়। শুধু তাই নয় আপনি যেখানেই যাবেন এই AC আপনার সাথে সাথে নিয়ে যেতে পারবেন। এর সাথে সাথে আপনাকে চার্জ দেওয়ার ঝুঁকি ও পেড়াতে হবে না।
এই এসি গুলো হয় খুব লাইটওয়েটের। তাছাড়া এই এসি আপনি একেবারে নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন। বেশি বিল ও আসেনা এই এসি ব্যাবহারে। আর মাত্র ১০ হাজারের ও কম টাকায় আপনি এটি পাবেন। এই এসিটি সম্পূর্ণ কর্ডলেস। এই এসির রয়েছে ব্যাটারির সুবিধা। আপনি ওই টাকার মধ্যে এসিটির সাথে 4000 mah এর একটি ব্যাটারি পেয়ে যাবেন।
১০ হাজারেরও কমে মিলবে AC! আজই কিনে দিন এই পকেট ফ্রেন্ডলি এসি

এই এসিতে রয়েছে ৩ স্পিড প্রযুক্তি যার ফলে আপনি চাইলে নিজের মত করেই ফ্যানের স্পিড কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। এটি আপনি বাড়ির পাশাপাশি গাড়িতেও ব্যাবহার করে নিতে পারবেন। এছাড়াও এই এসি আপনি ছয়টা রঙে পেয়ে যাবেন।