পুজোতেও পুরনো ভাড়া, সরকারের নির্দেশ মেনে নিল বাসমালিকরা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সরকারের পদক্ষেপের পর শারদোত্সবে অতিরিক্ত ভাড়া নেবেন না বলে জানিয়ে দিলেন বাসমালিকরা। সরকারি তালিকা মেনেই কলকাতা ও শহরতিলর বিভিন্ন রুটে চলবে বেসরকারি বাস।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম থেকে ছাঁটাই স্বামীজি ! প্রতিবাদে সরব ABVP

বাস মালিকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উত্সব মরশুমে (festive season) সরকারি তালিকা মেনে কলকাতা  (Kolkata)এবং শহরতলীর রুটে চলবে বেসরকারি বাস। কোনও রকম বেশি ভাড়া নেওয়া হবে না।

গত অগাস্ট মাসে রাজ্য সরকারের সঙ্গে মালিকদের ভাড়া বৃদ্ধির বৈঠক ব্যর্থ হয়েছিল এবং তার পর থেকেই বিভিন্ন রুটে বাস মালিকরা নিজেদের ইচ্ছামত বেশি ভাড়া নিচ্ছিল। কোন কোন রুটে দেড় গুণ আবার কোন কোন রুটে দু গুণ বেশি ভাড়া দিতে হচ্ছিল নিত্যযাত্রীদের।

কিন্তু এবার থেকে আর সেটি হচ্ছে না। উল্লেখ্য বাসমালিকদের (Bus owner) দাবি, সরকারি নির্দেশিকা মেনে যত সিট তত যাত্রী নিয়ে বাস চালাতে গেলে পুরনো ভাড়ায় সম্ভব নয়।

পুজোতেও পুরনো ভাড়া, সরকারের নির্দেশ মেনে নিল বাসমালিকরা

কিন্তু প্রশ্ন হল, যত সিট তত যাত্রী নিয়ে চলছে কোন রুটের বাস? এই প্রশ্নের উত্তর নেই বাস মালিকদের সংগঠনের কারছে। ফলে সরকারি নির্দেশ অবশেষে মেনে নিল বাস মালিকরা।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

Lifestyle and More...