এবার সুইজারল্যান্ডেও নিষিদ্ধ বোরখা, নির্দেশ অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা
Burqa is also banned in Switzerland

নজরবন্দি ব্যুরো: এবার সুইজারল্যান্ডেও নিষিদ্ধ বোরখা। সমস্ত মুখঢাকা পোশাকও থাকছে এই তালিকায়। এর অন্যথায় রয়েছে জরিমানার বিধান। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে মুসলিম দলগুলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বোরখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করে একটি বিল পাশ করেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট।

আরও পড়ুন: ছাড়াই এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা যাবে, জানাল কমিশন

আগেই সংসদের উচ্চকক্ষে সবুজ সংকেত পেয়েছিল বিতর্কিত বিলটি। ফলে এদিন তা আইনে পরিণত হয়। বিলে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জনবহুল জায়গায় নাক, মুখ ও চোখ ঢেকে রাখা বা বোরখা পরা অবৈধ বলে বিবেচিত হবে। এই নির্দেশ অমান্য করলে সে ক্ষেত্রে ১০০০ সুইস ফ্র্যাঙ্ক বা ১১০০ মার্কিন ডলার জরিমানা করা হবে।

এবার সুইজারল্যান্ডেও নিষিদ্ধ বোরখা, নির্দেশ অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা

ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হল প্রায় ৯২ হাজার টাকা। সুইস পার্লামেন্টের নিম্নকক্ষে বোরখা ও মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন ১৫১ জন সংসদ এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন সাংসদ। বিতর্কিত বিলটি নিয়ে খানিকটা সংশয় ও আপত্তি রয়েছে মধ্যপন্থী ও বাম দলগুলোর।

এবার সুইজারল্যান্ডেও নিষিদ্ধ বোরখা, নির্দেশ অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা

এবার সুইজারল্যান্ডেও নিষিদ্ধ বোরখা, নির্দেশ অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা

তবে সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী দল ‘সুইস পিপলস পার্টি’র দাপটে বিলটি অনায়াসেই পাশ হয়ে যায়। উল্লেখ্য, ২০২১ সালে জনসমক্ষে সম্পূর্ণ মুখঢাকা পোশাক নিষিদ্ধ করার প্রশ্নে গণভোট হয় সেই দেশে। ভোটাভুটিতে নিষেধাজ্ঞার পক্ষেই মত দেন অধিকাংশ ভোটার। তবে গণভোটে দেখা যায় এই বিষয়ে ফারাক ছিল অত্যন্ত সামান্য। ইতিমধ্যেই এই ধরনের পোশাককে নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো ইউরোপের অনেক দেশেই।