'নিয়োগ শুরু হলে আমিই দেখা করব', চাকরিপ্রার্থীদের আশা জাগিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত বাংলা। দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই তদন্ত শুরু করেছে। স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে নেমেছে চাকরিপ্রার্থীরা। গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন বসে রয়েছেন। এদিকে শনিবার সেখানেই গিয়ে অনুষ্ঠান করলেও চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাকরিপ্রার্থীদের মধে আরও একবার আশার আলো জাগালেন তিনি।

আরও পড়ুন: অনেক বড় বড় চুক্তি হয়েছে, কলকাতায় ফিরে মমতা জানালেন সফর চূড়ান্ত সফল!

ব্রাত্য তৃণমূলের শিক্ষা সেলের তরফে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের কাজের বিরোধিতা করে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর) সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা না করা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখন নিয়োগ শুরু করব। তখন আমিই চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রথম দেখা করতে যাব।” তাঁর বক্তব্যে আরও আশা জাগল চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে। তবে কি শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে, আন্দোলন শেষ করে নিজ যোগ্যতায় স্বচ্ছ নিয়োগ পাবেন চাকরিপ্রার্থীরা? এই প্রশ্নই ঘুরছে ওয়াকিবহাল মহল।

'নিয়োগ শুরু হলে আমিই দেখা করব', চাকরিপ্রার্থীদের আশা জাগিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সাত বছর পরও চাকরিতে যোগ দিতে পারেননি চাকরিপ্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম থেকে দ্বাদশে নিয়োগের পরীক্ষা অর্থাৎ এসএলএসটি-র প্রার্থীরা গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনে বসেছে। গতকাল সেখানেই ওই অনুষ্ঠানে যোগ দিলেও চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি ব্রাত্য বসু।

'নিয়োগ শুরু হলে আমিই দেখা করব', চাকরিপ্রার্থীদের আশা জাগিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা বর্তমানে জেল হেফাজতে। গত বছর জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। এরপর তৃণমূল বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায় সহ একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা আদালতে দাবি করেছে, এই মামলায় কমপক্ষে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

‘নিয়োগ শুরু হলে আমিই দেখা করব’, চাকরিপ্রার্থীদের আশা জাগিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

'নিয়োগ শুরু হলে আমিই দেখা করব', চাকরিপ্রার্থীদের আশা জাগিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর
‘নিয়োগ শুরু হলে আমিই দেখা করব’, চাকরিপ্রার্থীদের আশা জাগিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর