Child Crime: আইফোন কেনার জন্য নিজেই নিজেকে অপহরন করে নবম শ্রেণীর পড়ুয়া, বাবার কাছে পাঁচ লক্ষ টাঁকা মুক্তিপন চায়

আইফোন কেনার জন্য নিজেই নিজেকে অপহরন করে নবম শ্রেণীর পড়ুয়া, বাবার কাছে পাঁচ লক্ষ টাঁকা মুক্তিপন চায়
Boy stages his own kidnapping to buy iphone

নজরবন্দি ব্যুরোঃ আজকাল আইফোন একটা ট্রেন্ড এ দাঁড়িয়েছে। প্রায় সবার হাতেই দেখা যায় আইফোন। এক নবম শ্রেণীর নাবালকের ও এরম একটা সখ জেগেছিল। কিন্তু তা তাঁর বাবা মেটাতে না পারায় এক ভুল আপরাধ করে বসে নাবালক।

আরও পড়ুনঃ রাজ্যের সব মাদ্রাসা ভেঙে ফেলব, সদর্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

ঘটনাটি উত্তর প্রদেশের সীতাপুর জেলার। অভিযুক্ত নাবালকটি নবম শ্রেণীর ছাত্র। তদন্ত সুত্রে জানা যায় ছোটবেলায় তাঁর মা মারা যায়, ছোটবেলা থেকেই সে তাঁর বাবার কাছে মানুষ। তার বাবা পেশায় একজন ছোটো ব্যাবসায়ি। একটি দোকান আছে তাঁর জামাকাপড়ের।

Apple iPhone SE (2022) review: small size, big value | Digital Trends
আইফোন কেনার জন্য নিজেই নিজেকে অপহরন করে নবম শ্রেণীর পড়ুয়া, পুলিসি তদন্তে ঘটনাটি সামনে আসে  

বেশ অনেকদিন ধরেই বাবার কাছে আইফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল নাবালকটি। কিন্তু তাঁর বাবার অর্থনৈতিক অবস্থা অত ভালো না হওায় সে তাঁকে কিনে দিতে পারেনি। সে কথা তিনি আগেই তাঁর ছেলেকে জানিয়েছিলেন কিন্তু সে জেদ ধরে বসেই থাকে।

আইফোন কেনার জন্য নিজেই নিজেকে অপহরন করে নবম শ্রেণীর পড়ুয়া, পুলিসি তদন্তে ঘটনাটি সামনে আসে  

kidnapping
আইফোন কেনার জন্য নিজেই নিজেকে অপহরন করে নবম শ্রেণীর পড়ুয়া, পুলিসি তদন্তে ঘটনাটি সামনে আসে  

একদিন সকালে স্কুল গেছিল নাবালক কিন্তু ছুটি হওয়ার অনেক্ষন পরেও সে না ফেরায় তাঁর বাবা স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পরে এবং খোঁজাখুঁজি করতে শুরু করে। তাঁর কিছুক্ষণ পরেই একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এখন বলা হয় যে তাঁর ছেলে কে অপহরন করা হয়েছে এবং মুক্তিপন হিসেবে ৫ লক্ষ টাঁকা চাওয়া হয়েছে। তাঁর পর পুলিশ কে খবর দিলে তারা তদন্ত করে জানতে পারে কোন অপহরন করা হয়নি, তাঁর ছেলেই তাঁর বন্ধুদের সাহায্যে এই নাটকটি করেছেন। আপাতত পুলিসি হেপাজতে রয়েছে নাবালক সহ তাঁর বন্ধুরা।