নজরবন্দি ব্যুরো: জুনের শুরু হয়ে গিয়েছে। এই মাসেই একের পর এক ছবি মুক্তি রয়েছে বলিউডে। দর্শকদের কৌতূহল বাড়াচ্ছে সিনেমার গল্প এবং অভিনেতাদের পরিচয়। কমেডি, অ্যাকশন, রোমান্স, থ্রিলারের সংমিশ্রণ রয়েছে একাধিক ছবিতে। সিনেপ্রেমীদের জন্য দারুণ চমক। জেনে নিন চলতি মাসে বলিউডে কোন কোন সিনেমা মুক্তি পেতে চলেছে। ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, শাহিদ কাপুর- বলিউডের হার্টথ্রব অভিনেতাদের নতুন সিনেমার মুক্তি এই মাসেই।

আরও পড়ুন: প্রিয় সন্তানকে হারালেন Nusrat Jahan, দুদিন আগেও স্টোরি দিয়েছিলেন ইনস্টাতে

প্রথমেই রয়েছে বলিউডের নতুন জুটি ভিকি কৌশল এবং সারা আলি খান। গত শুক্রবারই (২ জুন ২০২৩) মুক্তি পেয়েছে এই জুটির প্রথম ছবি ‘Zara Hatke Zara Bachke’। বিয়ের পর দম্পতির জীবন কীভাবে বিচ্ছেদের দিকে এগিয়ে যায় সেই গল্প বলবে এই ছবি। দুজনেই বিবাহবিচ্ছেদের মামলা করেন- এরপর কি হবে সেটা দেখতে হলে যেতে হবে সিনেমাহলে। প্রথমবার একসঙ্গে কাজ করলেও পর্দায় সারা-ভিকির রসায়ন দর্শকদের পছন্দ হয়েছে।

Bollywood সিনেমার চাঁদের হাট, কি কি ছবি মুক্তি পাচ্ছে জুনে?

‘ভুল ভুলাইয়া ২’-এর পর ফের বড় পর্দায় ফিরতে চলেছে কার্তিক আরিয়ান-কিয়ারা আডবানী জুটি। জুনেই মুক্তি পাবে তাঁদের অভিনীত ছবি ‘SatyaPrem Ki Katha’। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে। ছবির প্রথম গানই দর্শকদের মনে ধরেছে। আগামী ২৯ জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে নতুন এই হিন্দি সিনেমা।

Bollywood সিনেমার চাঁদের হাট, কি কি ছবি মুক্তি পাচ্ছে জুনে?
Bollywood সিনেমার চাঁদের হাট, কি কি ছবি মুক্তি পাচ্ছে জুনে?

বলিউডের আরও একটি চর্চিত সিনেমা ‘Adipurush’ মুক্তি পেতে চলেছে আগামী ১৬ জুন। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস এবং কৃতি শ্যাননকে। ২০২০ সালের আগস্টে আদিপুরুষের ঘোষণা হয়। রামায়নের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। রাঘবের চরিত্রে প্রভাস, জানকীর চরিত্রে কৃতি শ্যানন, লক্ষণের চরিত্রে সানি সিং এবং রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। এই ছবিতে বড় ভূমিকা রয়েছে ভিএফএক্সের। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’।

Bollywood সিনেমার চাঁদের হাট, কি কি ছবি মুক্তি পাচ্ছে জুনে?

Bollywood সিনেমার চাঁদের হাট, কি কি ছবি মুক্তি পাচ্ছে জুনে?
Bollywood সিনেমার চাঁদের হাট, কি কি ছবি মুক্তি পাচ্ছে জুনে?