বলিউড ব্লাস্টার্স, এবার এক ছবিতে সলমন-শাহরুখ-হৃত্বিক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে নিজের “পাঠান” ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত সকলের প্রিয় শাহরুখ খান। যা মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবির একেবারে শেষ মুহূর্তের শুটিং করছেন বলিউডের ভাইজান তথা সলমন খান। আবার হৃত্বিক ও ব্যস্ত রয়েছেন নিজের ‘বিক্রম ভেদা’র শুটিংয়ে। যেগুলি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আপাময় সিনেমাপ্রেমী মানুষ। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে নিজেদের সমস্ত ছবির শুটিং শেষ করে নতুন ছবিতে ধরা দেবেন এই তিন তারকা।

আরও পড়ুনঃ  Punjab elections: পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বোনের হয়ে প্রচারে সোনু, করলেন মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা

বলা বাহুল্য, টাইগারের প্রথম খণ্ডে এক গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছিল বলিউডের সকল্র প্রিয় ভাইজান কে। সেইমতো এই ছবির তৃতীয় পর্ব অর্থাৎ টাইগার থ্রি তে এসেও ঠিক একইরকম ভাবে নিজেকে তুলে ধরতে চলেছেন সলমন। আবার একইরকম ভাবে নিজের পাঠান ছবিতে দেখা মিলতে চলেছে শাহরুখের। তবে শুধু তাই নয়, একই পথেই রয়েছেন হৃত্বিক। তাই এই তিন ছবির কাজ শেষ করার পরে এই তারকাদের নিয়ে নাকি বিশেষ ছবি তৈরি করতে চলেছেন আদিত্য চোপড়া।

বলিউড ব্লাস্টার্স, এবার এক ফ্রেমে সলমন-শাহরুখ-হৃত্বিক

Can We See Salman, Shahrukh And Hrithik Together In Tiger 3?
বলিউড ব্লাস্টার্স, এবার এক ছবিতে সলমন-শাহরুখ-হৃত্বিক

তবে এখনও পর্যন্ত কোনকিছু ঠিক না হলেও মনে করা হচ্ছে আগামী ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এসে এই নয়া ছবির শুটিং শেষ করে সকলের সামনে তুলে ধরবেন এই জনপ্রিয় পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া। যা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে যায় অনুরাগীদের মধ্যে। তবে যেটুকু জানা গিয়েছে, আসন্ন নতুন ছবির চিত্রপট আপাতত এই তিন বলিতারকার কাছে পাঠানো হলেও এখনও পর্যন্ত তাঁদের তরফ থেকে কোন রকমের সম্মতির কথা জানা যায়নি।