শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে
board summoned Rohit-Virat and Dravid

নজরবন্দি ব্যুরোঃ হাজার খবরের মধ্যে ভারত যে টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতায়, গত ১৫ বছরে ভাল কিছু করতে পারেনি, এটা সবাই জানে। তাই আর্তি ছিল এবার যেন কাপ জিতে ফিরে আসেন রোহিত শর্মারা। বিশ্বকাপ শুরুর দু–আড়াই মাস আগে থেকে এরকম একটা প্রচার চলছিল। কিন্তু তাতেও লাভ হল না। আবার ছিটকে যেতে হল প্রতিযোগিতা থেকে।

আরও পড়ুনঃ কামড় কাণ্ডে তলব অভিযুক্ত মহিলা পুলিশকে, হতে পারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

ফলে শুরু হয়ে গিয়েছে ময়নাতদন্ত। প্রাক্তন খেলোয়াড়রা বিভিন্ন কারণ খুঁজে চলেছেন। যেমন বীরেন্দ্র শেহবাগ সরাসরি দায়ী করলেন রোহিত শর্মাকে। বললেন, ‘এত ভাল নেতৃত্ব দেয় ও অথচ ইংরেজদের বিরুদ্ধে ওর নেতৃত্বে কোনও উদ্ভাবনী ব্যাপার দেখিনি।’ অপর দিকে নাসের হুসেন যেমন বলেছেন, ‘প্রতিভাবান ক্রিকেটারের দল কিন্তু খেলার স্টাইলটা সাবেকি।

 শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে

তাই ভারত ফাইনালে যেতে পারল না।’ এই রকম নানা মত দিয়েছেন খেলোয়াড় থেকে বিশেষজ্ঞরা। আর এর মধ্যেই এবার ভারতীয় বোর্ড তলব করলো অধিয়ায়ক, কোচ সহ বিরাটকে। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আগামী বৃহস্পতিবার এই তিনজনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বোর্ড কর্তারা। সূত্রের খবর, বিশ্বকাপে ভরাডুবির কারণ কী? আগামী দিনে কোন পথে এগোবে ভারতের টি-২০ দল?

শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে

শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে

শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে
শুরু হারের ময়না তদন্ত, ক্ষুব্ধ বোর্ড তলব করলো রহিত-বিরাট ও দ্রাবিড়কে

এসব নিয়েই দুই সিনিয়র ক্রিকেটার এবং কোচের সঙ্গে আলোচনা করতে চায় বোর্ড। আসলে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত যেভাবে হেরেছে, তাতে বেশ ক্ষুব্ধ বোর্ড কর্তারা। কোচ এবং অধিনায়কদের ফরমাইশ মতো ভারতীয় দলকে বিশ্রাম, অতিরিক্ত সময়, অনুশীলন ম্যাচ, সবই দেওয়া হয়েছে। তারপরও কেন এই ব্যর্থতা, সেই কৈফিয়তও চাওয়া হতে পারে রোহিতদের কাছে।