নজরবন্দি ব্যুরো: চলতি বছরেই নরেন্দ্র মোদী সরকারের ন’বছর পূর্ণ হয়েছে। আর এই নয় বছরে দেশজুড়ে একের পর এক সাফল্য নিয়ে এবার দেশে প্রচারে নেমেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। পাশাপাশি এই প্রচারের মধ্যে দিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি। সেই মতোই এবার বাংলাতেও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একাধিক কর্মসূচী আয়োজিত করবে বাংলার গেরুরা শিবির।
আরও পড়ুন: ‘তর্ক-বিতর্কের সময় নয়’, করমণ্ডল বিপর্যয়ে CBI তদন্ত প্রসঙ্গে ‘চুপ’ মমতা
বিজেপির সূত্রে খবর, রাজ্যে বিজেপির সাংগঠনিক ১৩০৯ মণ্ডলের মধ্যে এক হাজারটিতে একটি করে সভার আয়োজন করা হবে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৩-৪ টি করে মণ্ডল রয়েছে বিজেপির। জুন মাসের প্রথম পর্বে বিধানসভা পিছু একটি করে সভা হবে। সেই মতোই বঙ্গ বিজেপির নেতৃত্বদের মধ্যে সভার সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, রাজ্যের গেরুরা শিবিরের প্রধান তিন নেতা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির সর্ব ভারতীয় সভা সভাপতি দিলীপ ঘোষের মধ্যে এই সভা গুলি ভাগ করা হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকাও তৈরি করা হয়েছে। কিন্তু রাজ্যের প্রধান তিন নেতার মধ্যে সভার এত সংখ্যায় তফাৎ কেন, তা নিয়ে বঙ্গ বিজেপির নেতারা কেউই কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।
তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি— ৬৯টি সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর পরেই সভার সংখ্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোট ২৩টি সভা করবেন। তবে তার মধ্যে চাকদহ, কাকদ্বীপ ও বলাগড়ের সভায় বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে রাজ্য সভাপতি সুকান্তও থাকবেন। এরপরেই রাজ্য বিজেপির তৃতীয় মুখ হিসাবে গুরুত্ব পান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মোট ১০টি বিধানসভা এলাকার সভা করবেন।