নজরবন্দি ব্যুরোঃ সিএএ থেকে এনআরসি। বিগত কয়েক বছরে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে বিরোধীরা। আওয়াজ উঠেছে দেশের সংখ্যালঘু শিবিরের মানুষদের তরফ থেকেও। এই অবস্থায় সংখ্যালঘু মানুষের আরও কাছে পৌঁছতে উদ্যোগী হয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে, কুন্তলের বক্তব্যে নতুন করে জল্পনা

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে দলের নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন। আর এবার সেই একই বার্তা দিলেন মিঠুন। ত্রিপুরায় প্রচারে যাওয়ার আগে বিমান বন্দর থেকে মুসলিমদের জন্য বার্তা দিলেন মহাগুরু। বললেন, “বিজেপি কোনওদিনই মুসলিম বিরোধী নয়, আমি চাই আমার মুসলিম ভাইবোনেরা ভাল থাকুক।”
শুক্রবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দিলেন মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। সেখানে তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে। ত্রিপুরা যাওয়ার আগেই মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল মুসলিম সম্প্রদায়ের কথা। ভোটের ময়দানে বাজিমাত করতে এখন থেকেই গ্রামে গ্রামে ঘুরছেন শাসক থেকে বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা।
বিজেপি মুসলিম বিরোধী নয়, মোদির সুরেই বার্তা দিলেন মিঠুন
পঞ্চায়েত ভোটের প্রচারে মিঠুনও ঘুরছেন বাংলার গ্রামে গ্রামে। জোরকদমে চলছে জনসংযোগের কাজ। দিচ্ছেন সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। রাজ্য বিজেপিতে কার্যত একটা বড় মুখ হয়ে উঠেছেন মিঠুন। থাকছেন প্রচারের আলোয়। দিচ্ছেন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। আর এই সবের ফল কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যের পঞ্চায়েত ভোট পর্যন্ত।