নজরবন্দি ব্যুরো: কর্ণাটক রাজ্য বিধানসভায় কংগ্রেস ক্ষমতাসীন হয়েছে। এই জয় নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। আর এই কারণেই সূদুর মার্কিল মুলুকে দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘আসন্ন চার রাজ্যের নির্বাচনে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে কংগ্রেস।‘
আরও পড়ুন:রাহুল গান্ধী ইস্যুতে কং এর পাশে জার্মানি, তোপ দাগল বিজেপি
চলতি বছরের শেষেই তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান এই চার রাজ্যে নির্বাচন। এই নির্বাচন নিয়ে রাহুল গান্ধী বলছেন, কর্ণাটকের মতোই এই চার রাজ্যে জিতবে কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি করে বলেছেন, ‘কর্ণাটকে আমরা বিজেপিকে শুধু হারাইনি। নিশ্চিহ্ন করে দিয়েছি। এরপর তেলেঙ্গানাতেও কংগ্রেস বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। এই নির্বাচনের পর তেলেঙ্গানায় আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়েও একই ফলাফল হবে।’

ইতিপূর্বে লোকসভা নির্বাচন নিয়েও মুখ খুলেছেন রাহুল। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪’এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন, ‘আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। সবাইকে চমকে দেবে। শুধু অঙ্ক কষলেই বোঝা যাবে, সম্মিলিত বিরোধী শিবির এমনিই বিজেপিকে হারিয়ে দেবে।‘ অর্থাৎ প্রাক্তন কংগ্রেস সভাপতি বুঝিয়ে দিচ্ছেন, কংগ্রেস ভাল করলেও বিজেপিকে হারাতে বিরোধী ঐক্যেই ভরসার জায়গা।

মোদি পদবির জেরে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাংসদ পদ খোয়াতে হয়েছে। ঠিক ওই সময়েই রাহুল ভারত জোড়ো যাত্রায় রাস্তায় নেমেছিলেন। সাংসদ পদ খারিজ এবং ভারত জোড়ো যাত্রা ঘিরে বিজেপি নিয়ম করে প্রতিদিন রাহুলকে খোঁচা দিতে ভুল করেনি। রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যু আন্তজার্তিক মঞ্চেও চাপ ফেলেছিল। জার্মানি পাশে এসে দাঁড়িয়েছিল। জার্মান বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছিল, মৌলিক গণতান্ত্রিক অধিকার কংগ্রেস নেতার ক্ষেত্রে প্রয়োগ করা উচিত।

জার্মান বিদেশ মন্ত্রকের রাহুলের পাশে এসে দাঁড়ানোর বিষয়টিকে কেন্দ্র সরকার মোটেও ভাল ভাবে নেয়নি। কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজুর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছিলেন, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর জন্য। জার্মানির বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছিল, আমরা রায় দেখেছি। বিরোধী রাজনীতিক রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিষয়টি দেখেছি। আমরা যা জানি রাহুল গান্ধী ওই রায় নিয়ে উচ্চ আদালতে আবেদন করতে পারবে। তখনই এটা পরিষ্কার হয়ে যাবে। এই রায় বহাল থাকবে কি না, তাঁর সাংসদ পদ খারিজের কোনও ভিত্তি রয়েছে কি না। আমাদের প্রত্যাশা হচ্ছে, বিচারবিভাগীয় স্বাধীনতা ও মৌলিক গণতান্ত্রিক নীতি প্রয়োগ হবে এই ঘটনায়।
বাকি চার রাজ্যেও বিজেপিকে হারিয়ে দেব, হুঙ্কার রাহুল গান্ধীর

এই মন্তব্যের পর ধন্যবাদ জানিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, “রাহুল গান্ধীকে সাজা দিয়ে ভারতে কীভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, সেই বিষয়টি তুলে ধরার জন্য জার্মানি বিদেশ মন্ত্রককে ধন্যবাদ।” কং নেতার এই মন্তব্যের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ চাইছে কংগ্রেস। দিগ্বিজয়ের এই মন্তব্য থেকেই তা স্পষ্ট।”