নজরবন্দি ব্যুরো: ফের শোকের ছায়া বিনোদন জগতে। অভিনেতা আদিত্য সিং রাজপুতের পর এবার এক পরিচালকের রহস্যমৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার হয় ভোজপুরী সিনেমার পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারির দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রে।
আরও পড়ুন: বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! প্রয়াত জনপ্রিয় এই দুই তারকা
পুলিশ সূত্রে খবর, নিজের ছবির শুটিংয়ের কাজে উত্তরপ্রদেশ গিয়েছিলেন সুভাষ চন্দ্র তিওয়ারি। সেখানেই সোনভদ্র জেলার তিরুপতি হোটেলে থাকছিলেন। সিনেমার বহু কলাকুশলীরা সেখানে ছিলেন। দুইদিন আগেও সিনেমার শুটিং হয়েছিল। বুধবার সকালে ভোজপুরী পরিচালককে ডাকা হলেও ঘরের ভিতর থেকে সাড়া পাওয়া যায়নি। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে পরিচালকের দেহ উদ্ধার করে।
উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এরপরই পরবর্তী তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

বিনোদন জগতে একের পর এক মৃত্যুর খবর। গত সোমবার মুম্বইয়ের ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার হয় ৩২ বছরের অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ। ড্রাগসের ওভারডোজের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই জোড়া মৃত্যুর খবর সামনে আসে। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। অন্যদিকে, অভিনেতা নীতেশ পাণ্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এই ঘটনাগুলির জেরে শোকের ছায়া বিনোদন জগতে।
বিখ্যাত পরিচালকের রহস্যমৃত্যু! শোকের ছায়া বিনোদন জগতে
