সাংঘাতিক জখম এগরাকাণ্ডে অভিযুক্ত ভানু বাগ, রাখা হয়েছে কলাপাতা মুড়ে

সাংঘাতিক জখম এগরাকাণ্ডে অভিযুক্ত ভানু বাগ, রাখা হয়েছে কলাপাতা মুড়ে
Bhanu Bagh accused in fatal injury Agra case

নজরবান্দি ব্যুরো: পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণকাণ্ডের প্রধান অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর সন্ধান পেয়েছে সিআইডি। বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় তিনি এখন ভর্তি রয়েছেন ওড়িশার বালেশ্বরের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন: আদালতের সময় নষ্ট করায় ৫০ লক্ষ টাকা জরিমানা, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI

রয়েছেন পুলিশের নজরদারিতে। গ্রেফতার করা হয়েছে ভানু এবং তাঁর পুত্র বিশ্বজিৎ বাগকে। সঙ্গে গ্রেফতার হয়েছেন ভানুর ভাইপো ইন্দ্রজিৎ বাগও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানুর দেহের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে।

সাংঘাতিক জখম এগরাকাণ্ডে অভিযুক্ত ভানু বাগ, রাখা হয়েছে কলাপাতা মুড়ে

তাঁর মাথা, বুক, কোমর এবং পা জখম হয়েছে। তাঁকে রাখা হয়েছে কলাপাতায় মুড়ে। ওড়িশা পুলিশ নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। ভানুর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা সম্ভব হয়নি।

সাংঘাতিক জখম এগরাকাণ্ডে অভিযুক্ত ভানু বাগ, রাখা হয়েছে কলাপাতা মুড়ে

সাংঘাতিক জখম এগরাকাণ্ডে অভিযুক্ত ভানু বাগ, রাখা হয়েছে কলাপাতা মুড়ে

আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন থাকবেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণে জখম ভানুর পুত্র বিশ্বজিৎ বাগও। সিআইডি সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর জখম অবস্থায় পালিয়েছিলেন ভানু। এর পর তাঁকে ওড়িশার বালেশ্বরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করান তাঁর পুত্র বিশ্বজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ।

সাংঘাতিক জখম এগরাকাণ্ডে অভিযুক্ত ভানু বাগ, রাখা হয়েছে কলাপাতা মুড়ে