নজরবন্দি ব্যুরোঃ এবার আইএসএলে এটিকে মোহন কোচ হুয়ান ফেরান্দো দলকে একসূত্রে বেঁধেছেন। মাঠে পাচ্ছেন দারুণ সাফল্য। আর ড্রেসিংরুমে একজোট টিম এটিকে মোহনবাগান। শনিবার ফাইনাল কান্তিরাভা স্টেডিয়ামে তারা চ্যাম্পিয়ন হতে চায়। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছে সবুজ মেরুন ব্রিগেড এখন অনুশীলনে ব্যস্ত।
আরও পড়ুনঃ আল নাসরে প্রতি সেকেন্ডে রোনালদোর আয় কত জানেন?

প্রিয় দলকে সমর্থন দিতে কয়েক হাজার সমর্থকও এখন কলকাতা থেকে গোয়ায় পৌঁছে গেছেন। পরিসংখ্যান বলছে ,এবারের আইপিএলে মাঠের বাইরে কিন্তু চমক দিয়েছে মোহনবাগান জনতাই। প্রত্যেক ম্যাচেই গ্যালারি ভরিয়েছেন এই সবুজ-মেরুন দর্শকরাই। গত সোমবার রাতে মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ দেখতে গ্যালারিতে ছিল ৫২ হাজার ৫০৭ দর্শক।
পরিসংখ্যানে দেখা গিয়েছে এ বারের আইএসএলে মোহনবাগানের খেলা দেখতে এসেছেন মোট ৩ লক্ষ ৩৮ হাজার ৪৮৩ দর্শক। অর্থাৎ প্রতি ম্যাচে যুবভারতীতে গড়ে এসেছেন ২৮ হাজার ২০৭ দর্শক। আইএসএলের পরিসংখ্যানের বিচারে যা অবশ্যই রেকর্ড।
এবার আইএসএলে সেরা বাগান জনতা
এদিকে শনিবার ফাইনালে বেঙ্গালুরুর সমর্থকরাও সুনীলদের জন্য গলা ফাটাতে তৈরি হচ্ছে। তবে ফুটবলপাগল শহরের জনতা বোধ হয় শনিবার গোয়াতে প্রিয় দল এটিকেকে তাতাতে একটু হলেও এগিয়ে। কারণ এবার আইএসএলে যে তাঁরা এগিয়ে তা তাঁরা দেখাতে চায়।