নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় বাজেটের দিনেই বড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের । বন্দে ভারত এক্সপ্রেসের মতো এবার শুরু হবে বন্দে ভারত মেট্রো পরিষেবা। রেলমন্ত্রকের এই নতুন ভাবনার কথা এদিন জানালেন রেলমন্ত্রী। এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে রেলমন্ত্রী জানান, আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে এই কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সেলিমের করা মামলায় পরেশকে ‘রক্ষাকবজ’ হাই কোর্টের
দেশের মেট্রো শহরগুলিতে যাতে দ্রুততার সঙ্গে যাত্রী পরিষেবা দেওয়া যায়, সেই কারণেই এই বন্দে ভারত মেট্রো তৈরির সিদ্ধান্ত বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নতুন হাই-স্পিড মেট্রো চালু হলে, মেট্রো শহরগুলিতে পরিষেবা আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এই বছরের মধ্যেই বন্দে ভারত মেট্রোর নকশা ও নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। এই বন্দে ভারত মেট্রোর মূল লক্ষ্যই হল দেশের বড় শহরগুলিতে মানুষ যাতে আরামে বাড়ি থেকে কর্মস্থল যেতে ও ফিরতে পারে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী ভারতেই তৈরি হবে এই বন্দে ভারত মেট্রো। খুব তাড়াতাড়ি দেশে এর পরিষেবা চালু হবে।
নিত্যযাত্রীদের জন্য এবার বন্দে ভারত মেট্রো, জানালেন রেল মন্ত্রী

একটি রাজ্যে বড় শহরের কাছাকাছি এলাকার যাত্রীদের জন্য ভ্রমণ সহজতর করার জন্যই এই বন্দে ভারত মেট্রো।’ সূত্রের খবর, বন্দে ভারত মেট্রো অনেকটা rapid শাটলের মত হবে। তবে বন্দে ভারত মেট্রোতে স্লিপারের সুবিধা থাকবে। সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন বলা যায়। তবে ১৬ কারের জায়গায় এটা হবে ৮ কার বা কোচের।