ফাইনালের আগে কী প্রস্তুতি নিচ্ছেন ATK মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো? জানালেন তিনি
What is ATK Mohun Bagan coach Juan Ferrando preparing before the final

নজরবন্দি ব্যুরোঃ তিনি চেয়েছিলেন লড়াই শেষ হয়ে যাক ৯০ মিনিটেই। ম্যাচের আগের দিনও সে কথা বলেছিলেন। পাশাপাশি এটাও জানিয়েছিলেন, খেলা যেমনই হোক, ফাইনালে ওঠাই তাঁদের প্রধান লক্ষ্য। এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর প্রথম ইচ্ছে সোমবার পূরণ হয়নি। তবে দ্বিতীয় ইচ্ছে বাস্তবায়িত করেছেন ফুটবলার।

আরও পড়ুনঃ টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল নিয়ে অগ্রিম প্রস্তুতির কথা জানালেন রোহিত

ফাইনালের আগে কী প্রস্তুতি নিচ্ছেন ATK মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো? জানালেন তিনি
ফাইনালের আগে কী প্রস্তুতি নিচ্ছেন ATK মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো? জানালেন তিনি

১২০ মিনিট খেলেও গোল অটুট রেখে টাইব্রেকারে বাজিমাত করেছেন। এবার সামনে ফাইনাল। এই ফাইনালের আগে ঠিক কী প্রস্তুতি নিচ্ছেন মোহনবাগান কোচ ফেরান্দো? এই জয়ের পরে সোমবার রাতে সাংবাদিকদের ফেরান্দো বলেন, ‘সব কিছু ঠিক হয়েছে বলে আমি খুশি। ৭৫ মিনিট খেলা হয়ে যাওয়ার পর খেলোয়াড়দের ক্লান্ত হয়ে পড়াই স্বাভাবিক। ৯০ মিনিটের জায়গায় যদি ম্যাচ ১২০ মিনিটে যায়, সে জন্য খেলোয়াড়দের চোট বাঁচিয়ে চলতেই হয়।

ISL: ফাইনালের আগে কী প্রস্তুতি নিচ্ছেন ATK মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো? জানালেন তিনি

তাদের সে ভাবে তৈরি থাকতে হয়। একটা চোটেই ফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি সামলানো ও সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। কিন্তু আমাদের মানসিকতা একইরকম ছিল। জিততেই হবে। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে আমাদের আলাদা পরিকল্পনা ছিল। কিন্তু কাজটা মোটেই সহজ ছিল না। বেশ কঠিনই ছিল।’

ফাইনালের আগে কী প্রস্তুতি নিচ্ছেন ATK মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো? জানালেন তিনি

ISL: ফাইনালের আগে কী প্রস্তুতি নিচ্ছেন ATK মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো? জানালেন তিনি

ফাইনালের প্রতিপক্ষদের যথেষ্ট সমীহ করছেন কলকাতার দলের স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘বেঙ্গালুরুকে একবার আমরা হারিয়েছি, ওরাও আমাদের হারিয়েছে। তাই ফাইনালে আকর্ষণীয় ম্যাচ হবে। ওদের দল খুব ভালো। ভালো ভালো খেলোয়াড় আছে। আশা করি, দল হিসেবে আমরা আরও ভালো খেলব আর তা যদি করতে পারি আমাদের সম্ভবানা আছে। আমাদের প্রস্তুতি নেওয়ার সময় আছে হাতে। দু-তিন রকমের পরিকল্পনা করতে হবে। আমার দলের ওপর যথেষ্ট আস্থা আছে আমার।’