নজরবন্দি ব্যুরো: চাকরি ফেরতের দাবিতে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানালেন ববিতা সরকার। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ববিতা। ইতিমধ্যেই বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশে ববিতা সরকারের চাকরি বাতিল করা হয়। আর ববিতার সেই চাকরি পান অনামিকা রায় নামে এক মামলাকারী। এরপরেই চাকরি ফিরে পাওয়ার দাবিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন ববিতা সরকার।

এপ্রসঙ্গে ববিতা সরকার জানান, ৫ শতাংশ ছাড় পাওয়ার কথা ববিতা। পাশাপাশি এপ্রসঙ্গে তিনি তাঁর ক্যাটাগরির কথা তুলে ধরেছেন। তবে এইসব কি আদৌ ডিভিশন বেঞ্চে গ্রাহ্য হবে কি না! সেক্ষেত্রে উল্টোদিকে, আদালতে অনামিকাও নিজের তুলে ধরবেন তাঁর দাবি কতটা গ্রহণযোগ্য। তবে দীর্ঘ সময় ধরেই ববিতার মামলার শুনানি চলেছে আদালতে। কিন্তু তাহলে সেই সময় কেন অনামিকা আদালতের দারস্থ হননি? সব মিলিয়ে একাধিক প্রশ্ন উঠছে!
উল্লেখ্য, এই ববিতা হলেম সেই মহিলা জিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের আবেদন করেছিলেন। আর এবার মধ্যশিক্ষা পর্ষদকে ববিতার চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গাতে চাকরি পাবেন অনামিকা রায়। স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) অনামিকাকে চাকরির সুপারিশপত্র দিতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাই কোর্ট। নির্দেশ, অনামিকাকে বাড়ির কাছে কোনও স্কুলে চাকরির সুপারিশ দিতে হবে। তিন সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।