নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ ব্যর্থতার দায় মাথায় নিয়ে নেতৃত্ব থেকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পদত্যাগ করেছেন। শুধু ওয়ানডে দলের দায়িত্ব নয় তিনি ছেড়ে দিয়েছেন তিন ফরম্যাটের নেতৃত্ব। বুধবার এক্সে হ্যান্ডেলের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডানহাতি এই ব্যাটার। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। নয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পায় তারা।
আরও পড়ুনঃ সেমির নায়ক কিন্তু হতে পারত খলনায়ক! এভাবেও ফিরে আসা যায়, কুর্নিশ শামি
শেষ চারে যেতে না পারার ব্যর্থতায় নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। এছাড়া ২০২১ ও ২০২২ টি-২০ বিশ্বকাপেও দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি। বাবর লিখিত বার্তায় বলেছেন, ‘আমি আজ পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটা আমার জন্য কঠিনতম সিদ্ধান্ত।
তবে সরে দাঁড়ানোর জন্য সেরা সময়ও। আমি খেলোয়াড় হিসেবে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলে যেতে চাই। নতুন অধিনায়কের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। সর্বোচ্চটা দিয়ে তাকে সহায়তা করার চেষ্টা থাকবে।’ দায়িত্ব ভার ছাড়ার আগে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদরদফতরে গিয়েছিলেন বাবর।

দেখা করেন চেয়ারম্যান জাকা আশরফের সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, বাবরকে টেস্টে অধিনায়ক থাকার কথা বলা হয়েছিল। কিন্তু বাবর সেটা মানেননি। তিনি তিন ফরম্যাটের ক্রিকেটেই নেতৃত্ব থেকে সরে যান। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন বাবর।
দায়িত্ব ভার ছাড়ার আগে পরিবার ও পাক বোর্ডের সাথে কথা বলেন বাবর, কী কথা হয়েছিল?
পাক ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। আশরফ বলেন, “বাবর বিশ্বমানের ক্রিকেটার। আমরা চাই ও ক্রিকেটটা মন দিয়ে খেলুক। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার ও। আমরা চাইব বাবর ভাল খেলুক। আমরা ওর পাশে আছি।”