বাদ রণবীর, দাদার বায়োপিকে এন্ট্রি আয়ুষ্মান খুরানার, জল্পনা তুঙ্গে বি টাউনে
Ayushmann Khurrana's entry in Dada's biopic

নজরবন্দি ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে বলিউডের কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। রণবীর কাপুর অভিনয় করবেন বলে যে জল্পনা শুরু হয়েছিল তার অবসান করেছেন। সম্প্রতি কলকাতায় এসে দাদাকে সঙ্গে নিয়েই রণবীর জানান যে তাঁকে এই বায়োপিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়নি।

আরও পড়ুন: অবসর নয়, আরও একটা আইপিএল খেলতে চাই, জানিয়ে দিলেন মাহি

তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করছেন না। তাই দাদার বায়োপিকে শেষপর্যন্ত কাকে দেখা যাবে সে নিয়ে কিন্তু রহস্য এখনও রয়েছে। বলিউডের একাধিক তারকার নামই শোনা যাচ্ছে এই প্রজেক্টের জন্য। তবে বলিউডের অন্দরের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে।

বাদ রণবীর, দাদার বায়োপিকে এন্ট্রি আয়ুষ্মান খুরানার, জল্পনা তুঙ্গে বি টাউনে

বেশ কয়েক মাস ধরেই কথা চলছে অভিনেতার সঙ্গে। প্রাথমিক পর্যায়ের পছন্দে তিনি নাকি উৎরে গিয়েছেন। দাদাও নাকি সম্মতি জানিয়েছেন। এখন শুধু চুক্তিপত্রে স্বাক্ষর বাকি। সৌরভ চান, যে অভিনেতাই মুখ্য চরিত্রে অভিনয় করার চেষ্টা করুন না কেন, তিনি যেন সৌরভ হয়ে উঠতে পারেন পুরোপুরি।

বাদ রণবীর, দাদার বায়োপিকে এন্ট্রি আয়ুষ্মান খুরানার, জল্পনা তুঙ্গে বি টাউনে

কিন্তু হঠাৎ করে কেন আয়ুষ্মান খুরানার নাম সৌরভের বায়োপিকের জন্য উঠে আসছে? রণবীর কাপুরের সময়ের অভাবের সঙ্গে অন্য কারনও উঠে আসছে। সৌরভ গঙ্গোপাধ্যায় মূলত বাঁহাতি। তাঁর চরিত্রে অভিনয় করতে গেলে এমন একজন অভিনেতাকে প্রয়োজন যিনি বাঁহাতে ব্যাট করতে পারবেন।

বাদ রণবীর, দাদার বায়োপিকে এন্ট্রি আয়ুষ্মান খুরানার, জল্পনা তুঙ্গে বি টাউনে

বাদ রণবীর, দাদার বায়োপিকে এন্ট্রি আয়ুষ্মান খুরানার, জল্পনা তুঙ্গে বি টাউনে
New Delhi: Former Indian Cricket captain and Cricket Association of Bengal (CAB) President Sourav Ganguly addresses during the 5th Progressive Teacher Conclave at India Habitat Center in New Delhi on Aug 31, 2019. (Photo: IANS)

রণবীর কাপুর মূলত ডান হাতে ব্যাট করেন আর আয়ুষ্মান খুরানা বাঁহাতে ব্যাট করেন। ফলে রণবীরের তুলনায় আয়ুষ্মান খুরানারই সৌরভের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যদিও এই ব্যাপারে প্রযোজক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলেই অভিনেতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।