SSC: একাধিকবার বদলির সুপারিশ কেন? কড়া সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

SSC: একাধিকবার বদলির সুপারিশ কেন? কড়া সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Justice Avijit Ganguly Ordered CBI Probe on SSC

নজরবন্দি ব্যুরোঃ একজন শিক্ষিকা কেন পাঁচ বছরে একাধিকবার বদলির সুপারিশ কেন? বৃহস্পতিবার আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই শিক্ষিকাকে পুরনো স্কুলে যোগ দিতে হবে শুক্রবার থেকেই। এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে এ ঘোষণা করলেন বিচারপতি।

আরও পড়ুনঃ Tala Bridge:পুজোর আগেই খুলছে টালা ব্রিজ, জানালেন নতুন পূর্তমন্ত্রী

এমনিতেই, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারই মধ্যে এক মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায় বর্তমানে ইডি হেফাজতে। এবার আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

একাধিকবার বদলির সুপারিশ কেন? প্রশ্ন বিচারপতির 
একাধিকবার বদলির সুপারিশ কেন? প্রশ্ন বিচারপতির

প্রসঙ্গত, ২০১৬ সালে শান্তা মণ্ডল শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ শিক্ষিকা হিসেবে যোগ দেন। এরপর ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকার পদের জন্য আবেদন করেন ও পরীক্ষা দেন। বীরপাড়া গার্লস স্কুলে তাঁকে যোগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়। সেখানে যোগ দেন শান্তা মণ্ডল। এর ঠিক এক বছরের মধ্যে শিলিগুড়ির অমিয় পাল চৌধুরী স্কুলে আবারও যোগ দেওয়ার সুপারিশ পান তিনি। তবে সেখানে যোগ দেননি শিক্ষিকা।

এরপর সুপারিশ অনুযায়ী নিজের পুরাতন স্কুল শ্রীগুরু বিদ্যামন্দিরে যোগদান করেন। অভিযোগ, উৎসশ্রীর পোর্টালে সহ শিক্ষিকা হিসেবেই নাম ছিল শান্তা মণ্ডলের। দিন কয়েকের মধ্যে তা বদলে প্রধান শিক্ষিকা করা হয়। এর পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রসুন সুন্দর।

একাধিকবার বদলির সুপারিশ কেন? প্রশ্ন বিচারপতির 

একাধিকবার বদলির সুপারিশ কেন? প্রশ্ন বিচারপতির 
একাধিকবার বদলির সুপারিশ কেন? প্রশ্ন বিচারপতির

অভিযোগ, পাঁচ বছরের আগে কাউকে এভাবে স্থানান্তরিত করা যায় না। কিন্তু কীভাবে পাঁচ বছরের মধ্যে তিন জায়গায় স্থানান্তর করলেন তিনি?এরপরেই বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। না হলে ব্রেক অব সার্ভিস হিসাবে ধরা হবে বলে জানিয়েছেন বিচারপত অভিজিৎ গঙ্গোপাধ্যায়।