নজরবন্দি ব্যুরো: গতকাল শালবনিতে অভিষেকের নবজোয়ার যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়! এরপরেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ৪৮ ঘণ্টার ডেড লাইন পেরোনোর আগেই তৎপর পুলিশ। অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয় হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সাধারণ মানুষের করের টাকা তৃণমূলের কর্মসূচী? বড় প্রশ্ন সুকান্তর
জানা যাচ্ছে, ওই ৪ জন যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি ওই আটক হওয়া যুবকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই হামলার ঘটনার সঙ্গে আর কেউ বা কারা জড়িত রয়েছে কি না! কিংবা এই হামলার পিছনে অন্য কোনও চক্রান্ত আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ!

প্রসঙ্গত, গতকাল তৃণমূলের নবজোয়ার যাত্রায় শালবনিতে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু এবার অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নবজোয়ার যাত্রায় রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, গতকালই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙে। একাধিক গাড়িতে ইটবৃষ্টি হয়। পরপর গাড়ি ভাঙচুরের ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠে এলাকা। শুধু তাই নয়, হামলার পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে।
এরপরেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিষেক বন্দোপাধ্যায় হুঁশিয়ারি দেন, যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মিদের মুখ খুলতে হবে। না হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। আর এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৪৮ ঘণ্টার ডেডলাইন পেরোনোর আগেই হামলার ঘটনায় তৎপর হয়ে উঠে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিষেকের কনভয়ে হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় ঝাড়গ্রাম জেলার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল। ইতিমধ্যেই ৪ জনকে আটক করেছে পুলিশ।