নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক বদল ঘটিয়েছিলেন৷ এখন অসমের স্টিয়ারিং রয়েছে তাঁর হাতেই। সেইসঙ্গে প্রচারকের ভূমিকায় ট্রাম্পকার্ড তিনিই৷ সেই হিমন্ত বিশ্বশর্মাই এবার তাঁর প্রাক্তন দলেরই গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, দাড়ির সঙ্গে রাহুলকে সাদ্দাম হুসেইন লাগছে।
আরও পড়ুনঃ বড়দিনে উপহার নিয়ে হাজির ফেলুদার নতুন ছবি, মুক্তি পেল ‘হত্যাপুরী’ ট্রেলার

প্রসঙ্গত, চলতি বছরে দলকে পুনরায় উজ্জীবিত করতে ভারত জোড়ো যাত্রায় নেমেছেন রাহুল গান্ধী। দক্ষিণ ভারত থেকে দীর্ঘ যাত্রায় সামিল হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। দীর্ঘ যাত্রায় জনসংযোগ এবং দলকে পুনরায় উজ্জীবিত করাই প্রধান লক্ষ্য রাহুলের। প্রায় ৮৫ দিন ধরে রাহুলের ভারত যাত্রা যেমন রাজনৈতিক মহলের নজরে এসেছে, তেমনই নজরে এসেছে তার নতুন লুক। দাড়ি ভর্তি রাহুলকে একাধিক জনের সঙ্গে তুলনা করছে বিজেপি। তবে এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যা বললেন, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, শুধুমাত্র রাহুলের সঙ্গে সাদ্দামের লুকসের সঙ্গে তুলনা করেছি৷ তবে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণে বিন্দুমাত্র পিছপা হলেন না বিজেপির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেসে আমরা একটি পরিবারের পুজো করতাম। বিজেপিতে আমরা সারা দেশের পুজো করি৷
দাড়ির সঙ্গে রাহুলকে সাদ্দাম হুসেইন লাগছে, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর
এই মুহুর্তে মেঘালয়ের প্রচারে ব্যস্ত রয়েছেন হিমন্ত। সেখানে বিরোধী আসনে বসে রয়েছেন তৃণমূল। তবে নির্বাচনের এক্স ফ্যাক্টর হতে পারে কংগ্রেসও। এরপর ত্রিপুরা নির্বাচনে ঝাঁপাবে বিজেপি। দুই রাজ্য ছাড়াও দেশের একাধিক রাজ্যের প্রচারে বিরাট ফ্যাক্টর হয়ে উঠেছেন তিনি৷ তাই হিমন্তর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।