নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে বল গড়াবে না।চলতি বছরে শ্রীলঙ্কায় হতে চলেছে এশিয়া কাপ। ফলে বাবর আজমদের খেলতে দেখা যাবে না এই টুর্নামেন্টে। এমনকি আসন্ন বিশ্বকাপেও অনিশ্চিত পাকিস্তান ক্রিকেট দল, এমনটাই জানা যাচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ফাইনালের পর এশিয়া কাপের ম্যাচ ভেন্যু বদল নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ভেসে উঠেছিল।যদিও এই ম্যাচ ভেন্যু বদল নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:World Cup: ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান? জানতে লাহোরে ICC শীর্ষকর্তারা
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যেই আসন্ন এশিয়া কাপের ম্যাচ ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । বিসিসিআই সচিব জয় শাহ পাকিস্তানের হাইব্রিড মডেল এককথায় খারিজ করে দিয়েছেন। কয়েকটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর প্রস্তাব এশিয়ান ক্রিকেট কাউন্সিল মেনে নেওয়ার পক্ষপাতি নয়। জয় শাহ আগেই জানিয়েছিলেন একমাত্র, শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে। ইতিমধ্যে জানা গিয়েছে, অল্প সময়ের নোটিশে শ্রীলঙ্কা এশিয়া কাপের মতো প্রস্টিজিয়ার্স টুর্নামেন্ট করতে প্রস্তুত।
দ্বীপ রাষ্ট্রের মাটিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যভুক্ত দেশের ক্রিকেট বোর্ডগুলো প্রথম থেকে খেলতে রাজি ছিল। কিন্তু বাধ সাধ ছিল একমাত্র পাকিস্তান। ভারত সহ চারটে দেশ শ্রীলঙ্কায় খেলতে রাজি ছিল। ফলে এটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল অর্জুন রণতুঙ্গাদের দেশেই এশিয়া কাপের আসর বসতে চলেছে। টুর্নামেন্টের ভেন্যু বদল হলেও পাকিস্তানের শ্রীলঙ্কায় গিয়ে খেলার ওপরে কোনও বিধিনিষেধ নেই। তবে পাক ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, তাঁদের দেশে এশিয়া কাপ আয়োজিত না হলে এই টুর্নামেন্ট তাঁরা খেলবে না।
পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা, বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত

পাকিস্তানের এমন অনমনীয় অবস্থানের কারণে বিশ্বকাপের আসরে পাকিস্তানের অংশগ্রহণ ঘিরেও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। পিসিবি আগেই জানিয়েছিল, তাঁদের দেশে ভারত ক্রিকেট দল না পাঠালে তারাও বিশ্বকাপে ভারতে টিম পাঠাবে না। এশিয়া কাপ আয়োজন করতে না পারলে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাটতে পারে, এমন সম্ভাবনাকে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছ না।