নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই আবাস যোজনা নিয়ে বিডিওদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বাঁকুড়ার তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এবার প্রকাশ্য জনসভা থেকে আক্রমণ শানালেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ আধিকারিককে থানা থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার নিদান দিলেন তিনি। পুলিশকে হুমকির পাশাপাশি গ্রামবাসীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুনঃ Book Fair: বইমেলার ভিড় সামলাতে বাড়তি মেট্রো, জেনে নিন সময় সূচি
বাঁকুড়ার সিমলিপাল ব্লকের দুবরাজপুরে দিদির দূত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অরূপ চক্রবর্তী। সেখানেই প্রকাশ্য মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, বাম আমলে থানায় গেলে অত্যাচারিতের অভিযোগ নেওয়া হত না। এখন কোনও অত্যাচারিত থানায় গেলে তাঁর অভিযোগ লিপিবদ্ধ করতে পুলিশ বাধ্য। কোনও অত্যাচারিতের অভিযোগ কোনও পুলিশ আধিকারিক না নিলে, পুলিশ সুপারকে ফোন করে অভিযুক্ত ওই আধিকারিককে ঘাড় ধরে থানা থেকে বিতাড়িত করা হবে।

একইসঙ্গে পানীয় জলের সমস্যার কথা শুনে স্থানীয় বাসিন্দাদের ওপর মেজাজ হারান তৃণমূল বিধায়ক। একেবারে আঙুল উঁচিয়ে বিধায়ককে বলতে শোনা যায়, ডোন্ট কাম হিয়ার। ওই ধরনের কথা বলবে না। কার সঙ্গে কথা বলছ! এই শোনো, কথা উইথড্র করো…বড় ইয়ে হয়ে গেছ না! আমি বেড়াতে এসেছি! বেড়াতে এসেছি এখানে?
বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই মন্তব্য তৃণমূলের নেতাদের মুখে নতুন কিছু নয় বলেই দাবি করছেন বিরোধীরা। আবার বিধায়ক অরূপ চক্রবর্তী এর আগে যেভাবে বিডিওদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই প্রসঙ্গও তুলে ধরছেন বিরোধী দলের নেতারা।
পুলিশকে হুমকির পাশাপাশি গ্রামবাসীদের বিরুদ্ধে ক্ষোভ, ফের আলোচনায় তৃণমূল বিধায়ক

মাস চারেক আগে তৃণমূল বিধায়ককে বলতে শোনা গিয়েছিল, কোনও দোতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেলে সেই বিডিওর চাকরি থাকবে না। আবাস যোজনায় রাজ্যজুড়ে একাধিক অভিযোগে জেরবার তৃণমূল। তখন বিধায়কের এই মন্তব্যকেই হাতিয়ার করে কড়া বাক্যবাণে বিদ্ধ করতে পিছপা হয়নি বিরোধী দলের নেতারা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আরও আরও মন্তব্যের জেরে বিতর্কের শিরোনামে তালড্যাংরার বিধায়ক।