অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের দাবি উড়িয়ে ভারতের পাশে আমেরিকা

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের দাবি উড়িয়ে ভারতের পাশে আমেরিকা
Arunachal Pradesh is an integral part of India

নজরবন্দি ব্যুরোঃ ম্যাকমোহন লাইনকে অরুণাচল প্রদেশ এবং চিনের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা। এমনই জানানো হয়েছে মার্কিন সেনেটে পেশ করা একটি প্রস্তাবনায়। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনেটের একটি প্রস্তাবনায় স্পষ্টভাষায় জানানো হয়েছে যে অরুণাচল প্রদেশ হল ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুনঃ তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাও না, ব্যস্ত শাহরুখের জায়গায় দেবকে প্রস্তাব মমতার

27 1
অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের দাবি উড়িয়ে ভারতের পাশে আমেরিকা

তা সত্ত্বেও চিন যেভাবে অরুণাচল সীমান্তে আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, সেই নীতিরও কড়া সমালোচনা করা হয়েছে।বিল হ্যাগার্টি নামে এক সাংসদের উদ্যোগে এই প্রস্তাব পেশ হয় মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে। সেখানে বলা হয়, “ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতাবস্থা নষ্ট করছে চিন।

28 4

এহেন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বন্ধুরাষ্ট্রগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করা। বিশেষত ভারতের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।” এই প্রস্তাব পেশ হওয়ার পরেই সর্বসম্মতিতে পাশ হয়ে যায়।ভারত এবং চিনের মধ্যে যে সীমানা টানা হয়েছে, সেই সীমানাটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত।

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের দাবি উড়িয়ে ভারতের পাশে আমেরিকা

29 3

স্যার হেনরি ম্যাকমোহনের নামেই এই নামকরণ। ওই সীমানার দৈর্ঘ্য প্রায় ৮৯০ কিলোমিটার। এই অংশটি চিন নিজেদের বলে দাবি করে এসেছে।আমেরিকার মতে, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সীমান্ত রেখা চিনের মেনে নেওয়া উচিত। একই সঙ্গে অরুণাচলের সীমান্তে চিনের আগ্রাসন নীতিরও তীব্র সমালোচনা করা হয়েছে।