নজরবন্দি ব্যুরোঃ আসানসোলের সংশোধনাগার থেকে জোকা এএসআই হাসপাতাল৷ সেখান থেকে শারীরিক পরীক্ষা করিয়ে সোজা চলে যান বিমানবন্দরে৷ ইএসআই হাসপাতালের তরফে ফিট ঘোষণা করতেই তৎপরতা বাড়াল ইডি৷ কিন্তু বিমানবন্দরে গিয়ে ঘটল বিপত্তি৷ এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেল অনুব্রতকে। বিমানবন্দরে শ্বাসকষ্ট কেষ্টর, মুখে গুঁজলেন ইনহেলর৷
আরও পড়ুনঃ কেষ্টর সঙ্গে দেখা করলেন কারা? প্রকাশ্যে এল তথ্য
কলকাতা বিমানবন্দরে ইডির গাড়ি পৌঁছে গেছে৷ এরপরই অনুব্রতর শারীরিক অবস্থা দেখে অনুমান করা হচ্ছে, তিনি নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে একটু সমস্যা বোধ করছিলেন। সেই কারণে তাঁকে গাড়ি থেকে নামিয়ে সরাসরি চেক ইন প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়নি তাঁকে৷ প্রথমে বিমানবন্দরের ৩সি গেটের বাঁ দিকে দাঁড় করানো হয়। সেখানে দাঁড়িয়েই ইনহেলার নেন কেষ্ট৷ তারপর তাঁকে ভিতরে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন ইডির তিন জন আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশ মোতাবেক থাকবেন একজন চিকিৎসক। মঙ্গলবার সন্ধে ৬টা ৪৫ মিনিটের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে, বিমানে কেষ্টর সিট নম্বর ১১ডি।
বিমানবন্দরে শ্বাসকষ্ট কেষ্টর, সন্ধ্যের আগে কী কোনও বিপদ?
দিল্লি পৌঁছে আজই রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে হাজির করানো হতে পারে। তার আগে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আরও এক দফায় শারীরিক পরীক্ষা করানো হবে কেষ্টর। রাত ৮টা নাগাদ রাউস অ্যাভিনিউ আদালতের বিচারকের বাড়িতে অনুব্রতকে হাজিরা করাতে পারে ইডি। তবে এখনও অবধি আদালতে পেশ করানো হবে কি না, সেবিষয়ে কিছু জানা যায়নি৷