নজরবন্দি ব্যুরো: সহ্য হচ্ছে না জেলের খাবার। বুকে ব্যাথা-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। রাজধানী দিল্লির জি বি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে একাধিক সমস্যা রয়েছে কেষ্টর। আগেও ২ বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল জেল কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২, বারুদ মজুত করার দায়িত্বে ছিল ধৃতরা!
কয়েকদিন আগে মেয়ে সুকন্যাকে দেখে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। মেয়ে জেলে আছে—এটা মেনে নিতে পারছেন না বাবা অনুব্রত। তাই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।

তার সাথে জানা যাচ্ছে, তিনি হাঁটতেও পারছেন না । হার্টে ৭২ থেকে ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে তাঁর। লিভারও খারাপ। আবার সুগার এতোটাই যে ২ বেলা ইনিসুলিন নিতে হচ্ছে। কিন্তু কেন হঠাৎ শরীর খারাপ হল? জেল সূত্রে খবর, অনুব্রত মণ্ডল খাওয়াদাওয়া ঠিক করে করছেন না।
সামান্য ডাল–তরকারি দিয়ে দেড়টা রুটি খাচ্ছেন। তাতে শরীর ভেঙে যাচ্ছে। হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষা করা হয়। সেখানে নানা সমস্যা ধরা পড়েছে। তিহাড় জেলে মেয়ের সঙ্গে দু’দিন আগে আধ ঘণ্টা কথা হয়। তারপর থেকেই তিনি আরও ভেঙে পড়েন।
হার্টে ৭২ থেকে ৭৫ শতাংশ ব্লকেজ! তিহার জেল থেকে হাসপাতালে ভর্তি অনুব্রত
এবার অসুস্থ হয়ে পড়লেন। জেলা আসার পর থেকে মেয়ে বাবার শরীর স্বাস্থ্যের খোঁজ নেন নিয়মিত। বাবা কেষ্টকে সময় মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতেন সুকন্যা। কিন্তু এবার সেই বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলে খবর।