নজরবন্দি ব্যুরোঃ ফের দিল্লির রাস্তায় ঘটে গেল এক ঘটনার পুরনাবিত্তি। এক যুবককে প্রকাশ্যে কোপালেন অন্য এক যুবক। যা শুধুমাত্র দাঁড়িয়ে দেখলেন পথচারীরা। সবাই বেশ উপভোগ করলেন সেই দৃশ্য। কেউ কেউ আবার দাঁড়িয়ে ভিডিও করলেন। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির নন্দ নগরীতে।
আরও পড়ুনঃ দাঁত সাদা ঝকঝকে করতে চান! এই উপায় গুলি অবলম্বন করুন
কিছু সপ্তাহ আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল এক কিশোরীর সাথে। সেই সময় ও পথচারিরা একই কাণ্ড ঘটিয়েছিল। সেই সময় ওই কিশোরীকে ছুড়ি দিয়ে কুপিয়ে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল। যা দেখে শিউরে উঠতে হবে রীতিমতো। সেই ঘটনায় কিশোরীটি মারা গিয়েছিল।

পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে কাশিম নামে সেই অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে শোয়েব নামে সেই যুবককে কোপ মারে। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এবং তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কাশিম যুবককে তার বা হাতে কোপ মেরে চলে যায়। বেশ কিছুক্ষণ সেই রক্তাক্ত দেহ পরে থাকে। এরপর ঘতনাস্তলে তার মা এসে পৌঁছায়।
দুবছর আগের প্রতিশোধ! আবারও নির্মম ঘটনার সাক্ষী দিল্লি

সেই সময় নিজের ছেলেকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে দিশেহারা হয়ে পরে মহিলা। সেই সময় সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সময় শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ। এরপর তার মা তাঁকে কমমতে হাসপাতালে নিয়ে যায়। এখন ওই যুবক এমসে ভর্তি রয়েছে। জানা যায় পারিবারিক বিবাদের জেরেই এই কাণ্ড ঘতিয়েছে অভিযুক্ত যুবক। এর আগে দুবছর আগে কাশিম শোয়েবকে পাথর দিয়ে থেঁতলে দিয়েছিল। তাঁরই প্রতিশোধ নিলো। অভিযুক্ত এই মুহূর্তে জেলে রয়েছে। কাল তাঁকে আদালতে পেশ করা হবে।