Aamir Khan: বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?

বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?
Amir is going to do a hat trick of marriage!

নজরবন্দি ব্যুরো: বলিউডে নাকি ফের খবর। তবে এ বার বিয়ের পিঁড়িতে কোনও নতুন প্রজন্মের তারকা নন, এ বার ছাঁদনাতলায় বসতে চলেছেন বলিউডে অন্যতম তারকা আমির খান। সূত্রের খবর, বিয়ের ক্ষেত্রে খুব শীঘ্রই নাকি হ্যাটট্রিক করতে চলেছেন আমির। পাত্রীর সঙ্গে আমিরের সমীকরণ নিয়ে অনেক দিন ধরেই চর্চা বলিপাড়ার অন্দরে।

আরও পড়ুন: শীর্ষস্থান হারাল জগদ্ধাত্রী, ক্রমশই নম্বর কমছে মেয়েবেলার, প্রথম দশে নেই মিঠাই

পাত্রীর নাম ফতিমা। আর এই খবর দেন নিজেকে ফিল্মসমালোচক হিসেবে প্রতিষ্ঠীত করা কমল আর খান! বৃহস্পতিবার কমল এক টুইটের মধ্য়ে দিয়েই ফতিমা ও আমিরের বিয়ের খবর রটিয়ে দেন। আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফতিমা সানা শেখের।

Aamir Khan: বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?

২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফতিমার সম্পর্কের রসায়ন। তবে, এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি আমির বা ফতিমা কেউ-ই।

Aamir Khan: বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?
বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা এই বিয়ের জল্পনাকে আরেকটু ধোঁয়া দেয়। মূলত ছবির থেকেও বেশি তার ক্যাপশন সকলের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দঙ্গল নায়িকা।

বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?

Aamir Khan: বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?

যেখানে লিখেছেন, ‘To do or Knot to do, That is the question…’। এখানে নট বলতে অভিনেত্রী কিসের কথা বলতে চেয়েছেন, তাই নিয়ে প্রশ্ন নেটিজেনদের মধ্যে। লেহঙ্গার ব্লাউজের ফিতের নট নাকি? গাঁটছড়া! সেটাই বুঝে ওঠা যাচ্ছে না।

Aamir Khan: বিয়ের হ্যাটট্রিক করতে চলেছেন আমির! পাত্রী কে জানেন?