সমুদ্রে গর্জাচ্ছে চিন, আটকাতে বাংলাদেশকে পাশে চাইছে আমেরিকা!
America wants Bangladesh on their side against China

নজরবন্দি ব্যুরো: যত সময় যাচ্ছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়ছে চিনের গর্জন। তাই এবার সামুদ্রিক লড়াইয়ে চিনকে আটকাতে বাংলাদেশকে পাশে চাইছে আমেরিকা! সেই কারণে বুধবার বাংলাদেশ ও আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক একটি বৈঠকে বসতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: চাঁদে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫, লক্ষ্যে অবিচল ভারতের চন্দ্রযান-৩

বাংলাদেশের সঙ্গে চিনের সম্পর্ক অত্যন্ত মধুর। বাংলাদেশে প্রচুর পরিমাণ অর্থলগ্নি করেছে কমিউনিস্ট দেশটি। তাই ঢাকা কিছুটা হলেও উভয়সংকটে। শেখ হাসিনা এখন কার পক্ষ নেবেন শি জিনপিংয়ের নাকি জো বাইডেনের? সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক মহলের। জানা গিয়েছে, বুধবারের বৈঠকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ কীভাবে অবদান রাখবে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, দুই দেশের সেনার মধ্যে তথ্যের আদানপ্রদান ও সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে।

সমুদ্রে গর্জাচ্ছে চিন, আটকাতে বাংলাদেশকে পাশে চাইছে আমেরিকা!

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে চিন-আমেরিকা দ্বন্দ্ব অনেক দিনের। দক্ষিণ চিন সাগরে বরাবর নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে বেজিং। বাণিজ্যের কারণে তাঁরা ব্যবহার করছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকেও। আর শুধু ব্যবহারই নয়, সম্পূর্ণ জলরাশিকেই নিজেদের বলে দাবি করে থাকে চিন। অন্যদিকে, সমুদ্রের এই অঞ্চলে ক্রমাগত যুদ্ধবিমানবাহী জাহাজ পাঠিয়ে ক্ষমতা প্রদর্শন করতে পিছুপা হচ্ছে না আমেরিকা।

সমুদ্রে গর্জাচ্ছে চিন, আটকাতে বাংলাদেশকে পাশে চাইছে আমেরিকা!

বুধবারের বৈঠকে বাংলাদেশের তরফে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসিহুর রহমান এবং আমেরিকার তরফে থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস।

সমুদ্রে গর্জাচ্ছে চিন, আটকাতে বাংলাদেশকে পাশে চাইছে আমেরিকা!

সমুদ্রে গর্জাচ্ছে চিন, আটকাতে বাংলাদেশকে পাশে চাইছে আমেরিকা!