Amartya Sen: অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী! ২৯ মার্চ হাজিরার নির্দেশ

অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী! ২৯ মার্চ হাজিরার নির্দেশ
Amartya Sen served eviction notice by Visva Bharati

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বভারতীতে জারি জমিজট বিতর্ক। নোবেল জয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস ধরাল বিশ্ববিদ্যালয়। ১৩ জমি ডেসিমেল নোটিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ মার্চ নথি নিয়ে দেখা করার নির্দেশ বিশ্বভারতীর। শুনানির দিন অমর্ত্য সেন বা তাঁর প্রতিনিধিকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে বিশ্বভারতীর তরফে।

আরও পড়ুনঃ ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে পাক সরকার

বিশ্বভারতীর ওই চিঠিতে দাবি করা হয়েছে, অমর্ত্য বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। তাই আইন মেনে তাঁকে কেন ওই জমি উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্ন রাখা হয়েছে। ওই জমি নিয়ে বিতর্ক বেশ পুরনো। কিছু দিন আগে অর্থনীতিবিদ যখন শান্তিনিকেতনে ছিলেন, সে সময়ই তাঁকে একটি চিঠি পাঠান বিশ্বভারতী কর্তৃপক্ষ।

16 11
Amartya Sen served eviction notice by Visva Bharati

তাতে বলা হয়, অতি শীঘ্র ১৩ ডেসিমেল জমি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। ওই নোটিস ঘিরে জোরালো হয় বিতর্ক। অমর্ত্য পাল্টা দাবি করেন ওই বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ় নেওয়া, কিছুটা জমি কেনা। এখন মিথ্যে কথা বলছেন কর্তৃপক্ষ।

14 10
অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী! ২৯ মার্চ হাজিরার নির্দেশ

এই বিষয়ে অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন,”অমর্ত্য সেন এখন ভারতেই নেই। তাই ওই তিনি কীভাবে পাবেন আমি ঠিক বুঝতে পারছি না। জানি না বিশ্বভারতী তাঁকে পাঠিয়েছেন কি না। তবে কাগজ পত্র হাতে না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারব না।”

অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী! ২৯ মার্চ হাজিরার নির্দেশ

15 11

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অর্মত্য সেন বাঙালির গর্ব। বিশ্বের গর্ব। তাঁকে ইচ্ছাকৃতভাবে বারংবার অপমান করা হচ্ছে। আসলে যাঁরা বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের পথদর্শনে চলে না বলে প্রধানমন্ত্রীর পথপ্রদর্শনে চলে বলা হয় তাঁরা নিশ্চিতভাবে বিজেপির পথের পথিক।”