হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না

হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না
All the data of your phone in the hands of the hacker! The center warned

নজরবন্দি ব্যুরো: ফাঁস হয়ে যাচ্ছে আপনার সমস্ত গোপন তথ্য। ফোনের কনট্যাক্টস থেকে শুরু করে কল হিস্ট্রি, কল রেকর্ড, ক্যামেরা- যাবতীয় তথ্য নিমেষে ফাঁস হয়ে যাচ্ছে। এর নেপথ্য়ে রয়েছে একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়ার ‘দাম’। কেন্দ্রীয় সাইবার সিকিউরিটির তরফে জানানো হয়েছে, এই ম্যালওয়ার (Malware) মোবাইল ফোনে ঢুকে পড়ছে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে।

আরও পড়ুন: সৌরভের বাড়িতে প্রযোজকের সাথে মিটিং, কবে শুটিং শুরু দাদার বায়োপিকের? এলো বড় আপডেট

এই ম্যালওয়ার নিয়েই সতর্ক করা হল কেন্দ্রের তরফে। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT) সতর্ক করে জানায়, এই ভাইরাসের পোশাকি নাম দাম (Daam)। মারাত্মক তেজ এই ম্যালওয়্যারের। অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্টি-ভাইরাস ভেদ করে অনায়ারে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে।

হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না

কিন্তু কোথা থেকে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। কীভাবেই বা হানা দিচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ছড়াচ্ছে এই ভাইরাস। অচেনা কিংবা ভরসা যোগ্য নয়, এমন অ্যাপ থেকে ডাউনলোড হচ্ছে দাম । এই দাম থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না সে নিয়ে কিছু নির্দেশিকা দিয়েছে সরকার।

হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না
হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না

সেগুলি এই রকম-

বিশ্বাসযোগ্য় নয়, এমন কোনও ওয়েবসাইট বা লিঙ্কে যেন ক্লিক না করা হয়।

ইমেইল বা এসএমএস মারফত কোনও লিঙ্ক পাঠানো হলে, তাতে ক্লিক করার আগে যাচাই করে নেওয়া উচিত।

ফোনে যেন অ্য়ান্টি-ভাইরাস ও অ্যান্টি-স্পাইওয়ার সফটওয়্যার থাকে।

হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না

হ্যাকারের হাতের মুঠোয় আপনার ফোনের সব ডেটা! সতর্ক করল কেন্দ্র, কী করবেন আর কী করবেন না

সন্দেহজনক কোনও নম্বর থেকে ফোন আসলে যেন ফোন না ধরা হয়। bitly বা tinyurl -র মাধ্যমে ছোট করা ইউআরএল পাঠানো হলে, তাতে ক্লিক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।